ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:১০:৫০ পিএম

ইলিশের সরবরাহ কম, দাম আকাশচুম্বী

২৭ নভেম্বর, ২০২৪ | ৯:১৭ এএম

ইলিশের সরবরাহ কম, দাম আকাশচুম্বী

ছবি: সংগ্রহ

গত এক সপ্তাহ ধরে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কমেছে ইলিশের সরবরাহ। এতে কেজিপ্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা। ব্যবসায়ী ও জেলেরা বলছেন, শীতের আগমন ও নদীর পানি কমে যাওয়ায় জেলেদের জালে মিলছে না কাক্সিক্ষত ইলিশ। অন্যদিকে হাঁকডাকে সরগরম থাকা চাঁদপুর ইলিশ ঘাটে এখন যেন সুনসান নীরবতা। ইলিশের সরবরাহ কমে যাওয়ায় কমেছে ঘাটের শ্রমিকদের কর্মযজ্ঞ। দাম বেড়ে যাওয়ায় কমেছে ক্রেতা। গত সপ্তাহে ৫০০ মণেরও বেশি ইলিশ সরবরাহ হলেও মঙ্গলবার ৫০ মণ ইলিশও উঠেনি বলে জানান ব্যবসায়ীরা। সমুদ্র ও দক্ষিণাঞ্চলের ইলিশের দামের পাশাপাশি চাঁদপুরেও ইলিশের দাম এখন বেশ চড়া।

 

ইলিশের ক্রেতা মনিরুজ্জামান বলেন, বড় স্টেশন মাছঘাটে প্রায়ই আসা হয়। ইলিশের দাম যাচাই করি, সুযোগ হলে এখান থেকে কিনেও নিয়ে যাই। কিন্তু বিগত কয়েকদিন ধরে ইলিশের দাম অনেক বেড়েছে। কেজিতে ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত বেড়েছে। দাম বাড়ায় ক্রেতার সংখ্যা অনেক কম। ইচ্ছে থাকা সত্ত্বেও অনেকে ইলিশ না কিনে ফিরে যান।

 

বড় স্টেশন মাছঘাটের ইলিশ ব্যবসায়ী কামাল হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে ইলিশের দাম বেড়েছে। এখন ইলিশের মৌসুম না, যে কারণে ঘাটে ইলিশ সরবরাহ একেবারেই কম। এ কারণে ইলিশের দামও বেড়েছে অনেক। বর্তমানে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। এ ছাড়া এক কেজির নিচে ৬০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়।

 

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, ইলিশের এখন আনসিজন চলছে। এই মৌসুমে জেলেদের জালে খুব কমই ইলিশ ধরা পড়েছে। ব্যবসায়ীদের কাছে খুব কমই ইলিশ আছে, যে কারণে দাম অনেক বেশি। ক্রেতাদের যতটুকু চাহিদা ততটুকু এলে ইলিশ মাছঘাটে দিই। তবে এই মৌসুমে ইলিশের দাম আর কমার সম্ভাবনা নেই।

ইলিশের সরবরাহ কম, দাম আকাশচুম্বী