ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:৪১:২৬ পিএম

ইসরাইলিদের পরাজয় স্বীকার এবং ইরানের প্রতি হামাসের কৃতজ্ঞতা প্রকাশ

১৮ জানুয়ারি, ২০২৫ | ১১:৫৯ পিএম

ইসরাইলিদের পরাজয় স্বীকার এবং ইরানের প্রতি হামাসের কৃতজ্ঞতা প্রকাশ

ছবি: সংগ্রহ

গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করার পর, ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস এই যুদ্ধবিরতিকে গত ১৫ মাসে ফিলিস্তিনি জনগণের কিংবদন্তি প্রতিরোধের ফলাফল বলে মনে করছে।

 

ফিলিস্তিনি প্রতিরোধের কাছে ইসরাইলিদের পরাজয় স্বীকার, ইরান ও প্রতিরোধ শক্তিগুলোর প্রতি হামাসের কৃতজ্ঞতা প্রকাশ এবং গাজায় যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার ব্যাপারে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া নিয়ে পার্সটুডের সংক্ষিপ্ত সংবাদ তুলে ধরবো:



অবশেষে, টানা ১৫ মাস ধরে দখলদার ইসরাইল নৃশংস হত্যাকাণ্ড ও ধ্বংযজ্ঞ চালিয়েও তারা কোনো লক্ষ্যই অর্জন করতে না পেরে বিশেষ করে তার বন্দী সৈন্যদের মুক্তি, হামাসের সামরিক শক্তিকে নির্মূল করতে না পেরে শেষ পর্যন্ত গত বুধবার রাতে একটি চুক্তিতে পৌঁছে।


ইরান এবং প্রতিরোধ শক্তিগুলোর প্রতি হামাসের কৃতজ্ঞতা প্রকাশ

 

গাজায় হামাস নেতা এবং হামাসের আলোচনাকারী দলের প্রধান,"খলিল আল-হিয়া", বুধবার রাতে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক ঘোষণার একই সময়ে ইরান এবং প্রতিরোধ শক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আল-আকসা তুফান অভিযানের প্রভাব এই যুদ্ধ শেষ হওয়ার পরেও অব্যাহত থাকবে।

 

ইসরাইলিদের অভিযোগ নেতানিয়াহু হামাসের সাথে পরাজয় চুক্তিতে স্বাক্ষর করেছেন

 

গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায়, ইসরাইলি রাজনীতিবিদ এবং চরমপন্থী কর্মীরা ঘোষণা করেছে যে "বেনইয়ামিন নেতানিয়াহু" হামাসের বিরুদ্ধে একটি পরাজয় চুক্তিতে স্বাক্ষর করেছেন। দৈনিক "ইয়াসরাইল হাইয়ুম" পত্রিকার প্রতিবেদক "আরিয়েল কাহানা" এ প্রসঙ্গে বলেছেন যে নেতানিয়াহু ১৫ মাস যুদ্ধের পরেও হামাসকে পরাজিত করতে সফল হননি। ইসরাইলি রাজনৈতিক কর্মী "অ্যাডাম গোল্ড"ও ঘোষণা করেছিলেন যে শুধুমাত্র যারা বোকা এবং বাস্তবতা বুঝতে পারে না তারা পরাজয়কে সুন্দর করে দেখানোর চেষ্টা করেন। ইসরাইলি মন্ত্রিসভার সদস্য এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচও এই চুক্তিকে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপজ্জনক এবং খারাপ বলে মন্তব্য করেছেন।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল: ইসরাইলকে অবশ্যই নৃশংস বর্ণবাদী আচরণ ত্যাগ করতে হবে

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব বুধবার রাতে গাজায় যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন যে "যদিও যুদ্ধবিরতি চুক্তি ফিলিস্তিনিদের জন্য আশার আলো দিয়েছে, কিন্তু এ আশা ভয়ঙ্করভাবে বিলম্বিত হয়েছে এবং ইসরাইলকে অবশ্যই নৃশংস বর্ণবাদী আচরণ পরিত্যাগ করতে হবে।"

 

জাতিসংঘ মহাসচিব গাজা যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন

 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, গাজায় যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বলেছেন, "এই সংঘাতের ফলে সৃষ্ট বিশাল দুর্ভোগ কমানোর বিষয়টিকে এখন অগ্রাধিকার দিতে হবে। "

 

যুদ্ধবিরতি চুক্তির কঠোর বাস্তবায়নের উপর আরব লীগের গুরুত্বারোপ

 

আরব লীগের সেক্রেটারি জেনারেল "আহমাদ আবুল গাইত" বুধবার গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন এবং এই যুদ্ধবিরতি কঠোরভাবে বাস্তবায়ন এবং দখলকৃত অঞ্চল থেকে ইসরাইলি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

 

আইআরজিসি: ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ অন্যায়ের ওপর ন্যায়ের বিজয় এবং তলোয়ারের ওপর রক্তের বিজয়

 

আজ এক বিবৃতিতে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসরাইলের সাথে হামাসের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের এ ঐতিহাসিক বিজয়ে অভিনন্দন জানিয়েছে। তিনি ফিলিস্তিনি জাতির প্রতিরোধকে "মিথ্যার উপর সত্যের বিজয় এবং তলোয়ারের উপর রক্তের বিজয় বলে অভিহিত করেছেন।

 

ইয়েমেন সরকার: ফিলিস্তিনিদের অব্যাহত প্রতিরোধ ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে

 

ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের মুখপাত্র ও আলোচনাকারী দলের প্রধান "মোহাম্মদ আবদুস সালাম" বুধবার রাতে ইসরাইলি শাসকগোষ্ঠীর বর্বর হামলার বিরুদ্ধে গাজার জনগণের ঐতিহাসিক প্রতিরোধের কথা উল্লেখ করে বলেছেন এই প্রতিরোধ অব্যাহত থাকবে। তিনি বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ ইসরাইলকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করেছে।

 

গাজার কর্মকর্তা: ইয়েমেনিদের বীরত্বপূর্ণ কাজ আমরা ভুলব না

 

গাজায় ফিলিস্তিন সরকারের মিডিয়া অফিসের পরিচালক বৃহস্পতিবার সকালে বলেছেন যে এই উপত্যকার বাসিন্দারা সবসময় ইয়েমেনিদের প্রতি কৃতজ্ঞ থাকবে যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে।

 

ইসরাইলের নিন্দা জানিয়ে পাকিস্তান গাজা যুদ্ধবিরতির শর্তগুলো অবিলম্বে বাস্তবায়নের দাবি জানিয়েছে

 

বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজায় যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং তা অবিলম্বে এবং সম্পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এই বিবৃতিতে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, ইসরাইলের অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেছে, দখলদার ইসরাইলের আগ্রাসী আচরণ সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে।

 

ইরাক গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানায় / আমরা ফিলিস্তিনি জাতির অধিকারের প্রতি সমর্থন দিয়ে যাব

 

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, তিনি গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান এবং এই গুরুত্বপূর্ণ ঘটনাকে ফিলিস্তিনি জনগণের মহান প্রতিরোধ ও আত্মত্যাগের ফল হিসেবে বর্ণনা করেন।

ইসরাইলিদের পরাজয় স্বীকার এবং ইরানের প্রতি হামাসের কৃতজ্ঞতা প্রকাশ