ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৪ | ৪:২০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা ব্যর্থ
২২ নভেম্বর, ২০২৪ | ৪:২০ পিএম
![ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা ব্যর্থ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/22/20241122123022_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি আটকাতে দেশটির সিনেটে তোলা একটি বিল পাস হতে ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির একটি চুক্তি আটকে দিতে মার্কিন সিনেটে এই চেষ্টা চালানো হয়েছিল।
ইসরায়েলের কাছে ট্যাংকের গোলা বিক্রি বন্ধে যুক্তরাষ্ট্রের সিনেটে তোলা প্রস্তাবের ওপর গত বুধবার ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে মাত্র ১৮টি ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৭৯ ভোট। সিনেটের বিশিষ্ট প্রগতিশীল ও কতিপয় ডেমোক্রেট সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। কিন্তু তাদের ভোট কাজে আসেনি। ইসরায়েলে ট্যাংকের গোলা সরবরাহ বন্ধের প্রথম প্রস্তাব ৭৯-১৮ ভোটে বাতিল হয়। দ্বিতীয় প্রস্তাব, যা মর্টার গোলা সরবরাহ বন্ধের উদ্দেশ্যে ছিল, তা ৭৮-১৯ ভোটে বাতিল হয়। আর জেডিএএমএস (জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন সিস্টেম) কিট সরবরাহ বন্ধের জন্য উত্থাপিত তৃতীয় প্রস্তাব ৮০-১৭ ভোটে বাতিল হয়।
কংগ্রেসের প্রধান দুই দলই ইসরায়েলের পক্ষে থাকার কারণে প্রস্তাবগুলো পাস হওয়ার সম্ভাবনা ছিল না। বাইডেন প্রশাসনও এই প্রস্তাবগুলোর বিরোধিতা করে জানিয়েছে, ইরানসহ অন্যান্য হুমকির মুখে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সামরিক সরঞ্জাম সরবরাহ বজায় রাখা প্রয়োজন।
অন্যান্য অস্ত্র বিক্রি বন্ধ করার লক্ষ্যে উত্থাপিত আরও দুটি প্রস্তাব সিনেটে পাস হয়নি। এই দুটি প্রস্তাবের পক্ষে ২০টির কম ভোট পড়ে। অবশ্য প্রস্তাবগুলোর পক্ষে থাকা আইনপ্রণেতারা আশা করেছিলেন, এগুলো পাস না হলেও এক ধরনের সচেতনতা তৈরি হবে। ফলশ্রুতিতে ইসরায়েল ও বাইডেন প্রশাসন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেবে। তবে মার্কিন প্রশাসনের দাবি, তারা গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন অনুমোদিত দুই হাজার কোটি ডলার সমমূল্যের অস্ত্র বিক্রির চুক্তির বিরোধিতা করে গত সেপ্টেম্বরে সিনেটর বার্নি স্যান্ডার্স জয়েন্ট রেজল্যুশনস অব ডিজ-অ্যাপ্রুভাল নামের প্রস্তাবটি আনেন।
তিনি প্রগতিশীল ঘরানার স্বতন্ত্র সিনেটর। যুক্তরাষ্ট্রের সিনেটে এ-ই প্রথম ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের বিষয়ে কোনো বিলের ওপর এমন ভোটাভুটি হলো। প্রস্তাবটির পক্ষে সমর্থন খুব কম পড়লেও এর মধ্য দিয়ে ইসরায়েলকে নিঃশর্তভাবে মার্কিন সহায়তা দেয়া নিয়ে সিনেটরদের মধ্যে মতবিরোধ থাকার বিষয়টি স্পষ্ট হয়ে উঠল। যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাডভোকেসি গ্রুপ জিউস ভয়েস ফর পিসের রাজনৈতিক পরিচালক বেথ মিলার মনে করেন, ইসরায়েলে ওয়াশিংটনের সামরিক সহায়তা সীমিত করার জন্য কয়েক দশকের প্রচেষ্টার ক্ষেত্রে একটি নতুন মোড় সিনেটের এই ভোটাভুটি।
স্যান্ডার্সের পাশাপাশি সিনেটর পিটার ওয়েলচ, জেফ মার্কলি, ক্রিস ভ্যান হোলেন, টিম কেইন প্রমুখ ইসরায়েলকে গোলাবারুদ দেয়া বন্ধের জন্য তোলা প্রস্তাবটিতে সমর্থন দেন। এদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওঠা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
গাজায় ‘অবিলম্বে ও নিঃশর্তে’ ইসরায়েলের হামলা বন্ধের আহ্বান জানাতে খসড়া এ প্রস্তাব তুলেছিল নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্য দেশ। অবিলম্বে যুদ্ধবিরতির পাশাপাশি বর্তমানে গাজায় থাকা সব ইসরায়েলি জিম্মির মুক্তির দাবি করা হয়েছিল প্রস্তাবটিতে। এ নিয়ে গত ৭ অক্টোবরের পর থেকে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে নিরাপত্তা পরিষদে ওঠা চারটি প্রস্তাবে ভেটো দিল বাইডেন প্রশাসন। এক বছরের বেশি সময় ধরে চলমান এ যুদ্ধে ইসরায়েলি হামলায় গাজায় প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। উপত্যকাটিতে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়।
![ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ঠেকানোর চেষ্টা ব্যর্থ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)