ঢাকা শুক্রবার, ৪ জুলাই, ২০২৫ - ৫:১৪:৫১ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

৮ মার্চ, ২০২৫ | ৩:২৩ পিএম

অনলাইন সংস্করণ

ই গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের মানহানি মামলা

৮ মার্চ, ২০২৫ | ৩:২৩ পিএম

ই গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের মানহানি মামলা

ছবি: সংগ্রহ

বেসরকারি ইস্টার্ন ব্যাংক (ইবিএল) তাদের এক গ্রাহক মোর্তোজা আলীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করেছে। গত মঙ্গলবার (৫ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে এ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে গ্রাহকের বিরুদ্ধে সমন জারি করেছেন।

 

 


এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্টার্ন ব্যাংক জানিয়েছে, চট্টগ্রামের চাঁদগাঁও শাখার গ্রাহক মোর্তোজা আলী অসৎ উদ্দেশ্যে সম্প্রতি চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালকসহ ৪৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়েরের জন্য পিটিশন জমা দেন।

 

 

তিনি তার অভিযোগে ইস্টার্ন ব্যাংকের বিরুদ্ধে ১১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনেন। পিটিশনের ভিত্তিতে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যা গ্রাহকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে এবং ব্যাংকের সুনামে আঘাত করেছে বলে দাবি করেছে ইস্টার্ন ব্যাংক। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংকটি মোর্তোজা আলীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানহানির মামলা করেছে।

 

 


সংবাদ বিজ্ঞপ্তিতে ইস্টার্ন ব্যাংক আরও জানায়, তারা দেশের অন্যতম নিয়মতান্ত্রিক ও স্বচ্ছ ব্যাংক হিসেবে কাজ করে আসছে। গ্রাহকদের স্বার্থ ও ব্যাংকের সুনাম রক্ষায় তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও যে কোনো বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত।

ই গ্রাহকের বিরুদ্ধে ইস্টার্ন ব্যাংকের মানহানি মামলা