ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৫ অক্টোবর, ২০২৪ | ৯:২৬ এএম
অনলাইন সংস্করণ
ই-রিটার্ন দাখিলে আস্থা বাড়ছে করদাতাদের
৫ অক্টোবর, ২০২৪ | ৯:২৬ এএম
![ই-রিটার্ন দাখিলে আস্থা বাড়ছে করদাতাদের](https://i.vatbondhu.com/images/original-webp/2024/10/05/20241005092641_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ই-রিটার্ন দাখিলের প্রতি আস্থা বাড়ছে দেশের করদাতাদের। বিশেষ করে ঝামেলামুক্ত ও সহজে পূরণ করতে পারায় করদাতারা ই-রিটার্ন দাখিলে আগ্রহী হচ্ছেন। ই-রিটার্ন সিস্টেম আপডেট করার পর গত ৯ সেপ্টেম্বর করদাতাদের জন্য খুলে দেওয়া হয়। ২ অক্টোবর পর্যন্ত অর্থাৎ মাত্র ২৪ দিনে ই-রিটার্ন দাখিল হয়েছে ৫০ হাজার।
আরও পড়ুন
সে অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার ১৭৩ জন করদাতা ই-রিটার্ন দাখিল করছেন। করদাতাদের আস্থা তৈরি হওয়ায় এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে বলে জানিয়েছেন কর বিভাগের কর্মকর্তারা। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এনবিআরের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে নিজের রিটার্ন তৈরি করে অনলাইনে দাখিল করতে পারছেন। এ সিস্টেম থেকে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন। একই সঙ্গে দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, ই-টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন। এ ছাড়া পূর্ববর্তী করবর্ষের দাখিলকৃত ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।
তিনি আরও জানিয়েছেন, ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যায় করদাতাদের সহায়তা প্রদানের জন্য এনবিআর একটি কল সেন্টার স্থাপন করেছে। ১২ সেপ্টেম্বর থেকে এই কল সেন্টারের ০৯৬৪৩ ৭১ ৭১ ৭১ নম্বরে ফোন করে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত প্রশ্নের তাৎক্ষণিক টেলিফোনিক সমাধান পাচ্ছেন। এছাড়া www.etaxnbr.gov.bd-এর eTaxService অপশন থেকে করদাতারা ই-রিটার্ন সংক্রান্ত যেকোনো সমস্যা লিখিতভাবে জানাতে পারছেন এবং সমাধান পাচ্ছেন।
এদিকে আয়কর আইন ২০২৩ পর্যালোচনা করতে একটি টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন এই টাস্কফোর্সের প্রধান। সাত সদস্যবিশিষ্ট এই টাস্কফোর্স আয়কর আইনটি পর্যালোচনা করবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।
টাস্কফোর্সের কর্ম পরিধির বিষয়ে বলা হয়েছে, এই টাস্কফোর্স আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা, প্রয়োজনীয় সংস্কার, প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার, বিদ্যমান কর ব্যয়গুলো পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল করবেন। এ ছাড়া ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির করদাতাদের সঙ্গে বৈঠকও করবে এনবিআরের টাস্কফোর্স। মাঠের অভিজ্ঞতা শুনতেই এই মতামত নেওয়া হবে।
- ট্যাগ সমূহঃ
- ই-রিটার্ন
![ই-রিটার্ন দাখিলে আস্থা বাড়ছে করদাতাদের](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)