ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:১১:২১ এএম

ই-রিটার্ন দেওয়া যাবে সারাবছর, বকেয়ার ওপর মাসে দুই শতাংশ চার্জ

২৬ জানুয়ারি, ২০২৫ | ২:৩৩ পিএম

ই-রিটার্ন দেওয়া যাবে সারাবছর, বকেয়ার ওপর মাসে দুই শতাংশ চার্জ

ছবি: সংগ্রহ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, এখন থেকে সারাবছর অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। তবে ৩১ জানুয়ারির পরে রিটার্ন জমা দিলে বকেয়া আয়করের ওপর ২ শতাংশ হারে জরিমানা গুণতে হবে। রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর একটি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

 

এনবিআর চেয়ারম্যান আরও জানান, ‘‘অনলাইন ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সুযোগ সারাবছরই থাকবে। ৩১ জানুয়ারি পর্যন্ত যারা রিটার্ন জমা দেবেন, তাদের জন্য করের হিসাব এক রকম হবে, কিন্তু পরবর্তী সময়ে জমা দেওয়া করদাতাদের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। বকেয়া করের ওপর প্রতি মাসে ২ শতাংশ হারে চার্জ নেওয়া হবে, তবে সর্বোচ্চ ২৪ মাস পর্যন্ত এই চার্জ প্রযোজ্য হবে।’’ তিনি বলেন, ‘‘এর মানে, ৪৮ শতাংশের বেশি চার্জ কারো কাছ থেকে নেওয়া হবে না।’’

 

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান ও অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

 

 

এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘‘এখন পর্যন্ত ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন এবং আশা করা হচ্ছে, ৩১ জানুয়ারির মধ্যে এই সংখ্যা ১৪ লাখে পৌঁছাবে।’’

 

 

তিনি আরও বলেন, ‘‘কাস্টমসকে এখন ব্যবসার সহায়ক যন্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। এক সময় কাস্টমস ছিল দেশের রাজস্বের প্রধান উৎস, তবে বর্তমানে আয়কর এবং ভ্যাটের মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে। বর্তমানে দুই-তৃতীয়াংশ রাজস্ব পরোক্ষ কর থেকে আসে, তবে কাস্টমসের গুরুত্ব কমেনি।’’

 

 

এনবিআর চেয়ারম্যান কাস্টমসের ভূমিকা তুলে ধরে বলেন, ‘‘কাস্টমসের মূল উদ্দেশ্য শুধুমাত্র রাজস্ব আহরণ নয়, এটি স্থানীয় শিল্পের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। বাইরের প্রতিযোগিতা নিয়ন্ত্রণ না করলে স্থানীয় শিল্প বিকশিত হবে না।’’ তিনি আরও বলেন, ‘‘দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার জন্যও কাস্টমসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’’

 

 

এছাড়া, তিনি বন্ড সংক্রান্ত অভিযোগের প্রসঙ্গে জানান, ‘‘আমরা এই বিষয়েও অটোমেশন শুরু করেছি এবং ব্যবসায়ীদের অনুরোধে এক মাস সময় বাড়ানো হয়েছে। আশা করি, আগামী মাস থেকে এই কার্যক্রম শুরু করতে পারব।’’

 

 

এনবিআর চেয়ারম্যানের বক্তব্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে, কাস্টমস ও রাজস্ব ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি পাবে, যা ব্যবসার জন্য আরও সুবিধাজনক হবে।

ই-রিটার্ন দেওয়া যাবে সারাবছর, বকেয়ার ওপর মাসে দুই শতাংশ চার্জ