ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২২ এএম
অনলাইন সংস্করণ
ঈদ উপলক্ষে নতুন নোট বিনিময় শুরু ১৯ মার্চ
১৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২২ এএম

ছবি: সংগ্রহ
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের মাধ্যমে নতুন নোট বিনিময়ের সুযোগ পাচ্ছেন সাধারণ মানুষ। বাংলাদেশ ব্যাংক জানিয়ে দিয়েছে, আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত (সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত) ৫, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।
বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে, নতুন নোট গ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে। প্রতিটি ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।
এ সময়ের মধ্যে ঢাকার ৮০টি শাখা এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন কার্যালয়ে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হবে নতুন নোট বিনিময়ের জন্য। উল্লেখযোগ্য ব্যাংক শাখাগুলোর মধ্যে রয়েছে- জনতা ব্যাংকের পোস্তগোলা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১নম্বর শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, সিটি ব্যাংকের ইসলামপুর শাখা, গ্লোবাল ইসলামী ব্যাংকের নবাবপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, ওয়ান ব্যাংকের লালবাগ শাখা, ট্রাস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা এবং সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখা সহ আরও বেশ কিছু শাখা।
ব্যাংকগুলো এসব শাখায় সাধারণ মানুষের জন্য নতুন নোট বিনিময়ের ব্যবস্থা করবে, যাতে তারা ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রয়োজনীয় নতুন নোট সংগ্রহ করতে পারেন। নতুন নোট বিনিময় শুরুর সময় ১৯ মার্চ, এবং তা চলবে ২৫ মার্চ পর্যন্ত।
- ট্যাগ সমূহঃ
- ঈদ
- উপলক্ষে
- নতুন নোট
- বিনিময় শুরু
