ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৩:৪৭:১৪ পিএম

উপসচিবদের গাড়ি কেনার ঋণ সুবিধা বাতিলের সুপারিশ

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৪৫ পিএম

উপসচিবদের গাড়ি কেনার ঋণ সুবিধা বাতিলের সুপারিশ

ছবি: সংগ্রহ

জনপ্রশাসন সংস্কার কমিশন দেশের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে বৈষম্য দূর করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, সচিবালয়ের উপসচিবদের জন্য গাড়ি কেনার ঋণ ও প্রতি মাসে ৫০ হাজার টাকা রক্ষণাবেক্ষণ বাবদ প্রদানের ব্যবস্থা বাতিলের প্রস্তাব করা হয়েছে।

 

 

এ ছাড়া, কমিশন জানিয়েছে যে, এই সুবিধা শুধুমাত্র সচিবালয়ের উপসচিবদের জন্য প্রযোজ্য, তবে অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এমন কোনো সুবিধা নেই। এই বৈষম্য দূর করতে এবং সরকারের ব্যয় হ্রাস করতে এমন পদক্ষেপ নেওয়া হতে পারে।

 

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে, কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং অন্যান্য সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদনটি হস্তান্তর করেন।

 

 

কমিশনের প্রতিবেদনে বলা হয়, এই ব্যবস্থা বাতিল হলে একদিকে সরকারি ব্যয় কমবে এবং অপরদিকে প্রশাসনিক পর্যায়ে বৈষম্য দূর হবে। এটি সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও নীতিনির্ধারকদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হয়ে দাঁড়াতে পারে।

 

উপসচিবদের গাড়ি কেনার ঋণ সুবিধা বাতিলের সুপারিশ