ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫০ এএম
অনলাইন সংস্করণ
ঋণ পরিশোধে দুই বছর সময় চায় বিটিএমএ
১৮ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫০ এএম
![ঋণ পরিশোধে দুই বছর সময় চায় বিটিএমএ](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/18/20241218110606_original_webp.webp)
ছবি: সংগ্রহ
দেশের অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে ঋণ পরিশোধের জন্য দুই বছর সময় চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। তবে এ সময়ে মূল ঋণের বিপরীতে আরোপিত সুদ নিয়মিত পরিশোধ করবে বলে জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক বৈঠকে এ দাবি জানায় বিটিএমএর একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল।
বিটিএমএর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্যের মতো বাংলাদেশেও ঋণের সুদ নিয়মিত পরিশোধের মাধ্যমে মূল ঋণ পরিশোধের জন্য সময় দেওয়ার ব্যবস্থা চালু করা উচিত। চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে আগামী দুই বছরের জন্য এই ব্যবস্থা কার্যকর করার অনুরোধ জানায় তারা।
এছাড়া, বিটিএমএ ২০১৯ সালের প্রজ্ঞাপন অনুযায়ী ঋণ আদায়ের দাবি জানিয়েছে এবং গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকের ঋণ পরিশোধ সম্পর্কিত প্রজ্ঞাপন বাতিলের আহ্বান জানিয়েছে।
মেয়াদি ঋণ পুনঃতফসিল: রপ্তানিমুখী টেক্সটাইল খাতের ঋণ কিস্তি নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারলে তিন মাস সময় বাড়ানোর ব্যবস্থা।
ওভারডিউ সময়সীমা বাড়ানো: আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত সব ঋণ তাৎক্ষণিক পরিশোধে শিথিলতা আনা।গ্যাস ও বিদ্যুতের সরবরাহ স্বাভাবিক হওয়া পর্যন্ত সময় বৃদ্ধি।
ইডিএফ ঋণের আংশিক সমন্বয়।বৈদেশিক মুদ্রা ক্ষতি কমানোর জন্য সহায়তা।আমদানি ক্রেডিটের মেয়াদ বাড়ানো।কাঁচামালের আমদানি তথ্য আসার পাঁচ কর্মদিবসের মধ্যে পেমেন্ট নিশ্চিত।শ্রমিকদের বেতন ও খরচ মেটাতে চ্যালেঞ্জবিটিএমএর নেতারা বৈঠকে উল্লেখ করেন, শ্রমিক-কর্মচারীদের বেতন, গ্যাস ও বিদ্যুতের বিলসহ অন্যান্য খরচ মেটাতে শিল্পগুলো চরম সংকটে রয়েছে।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর টেক্সটাইল খাতের দাবিগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনার আশ্বাস দেন।
পোশাক খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্পের উন্নয়নে ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা টেক্সটাইল খাতের এ ধরনের দাবিগুলো বাস্তবায়ন হলে সংকট নিরসনে তা কার্যকর হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
![ঋণ পরিশোধে দুই বছর সময় চায় বিটিএমএ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)