ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৫৩:১৪ এএম

এইচএসসির বাতিল হওয়া ছয় বিষয়ের টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা

২৫ সেপ্টেম্বর, ২০২৪ | ৯:২০ এএম

এইচএসসির বাতিল হওয়া ছয় বিষয়ের টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা

ছবি: সংগ্রহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে বাতিল হওয়া এইচএসসির ছয় বিষয়ের পরীক্ষার ফির টাকা শিক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

 

 

এতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষা—২০২৪-এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়ের জন্য পত্রপ্রতি উত্তরপত্র মূল্যায়নবাবদ ধার্য করা টাকা ও ব্যাবহারিক পরীক্ষার ফিবাবদ আদায় করা টাকার অব্যয়িত অংশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির গত ১৮ সেপ্টেম্বরের ১৯২তম সভায় পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

 

 


বোর্ড থেকে ফেরতকৃত টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীর নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্থ গ্রহণ করবেন। কেন্দ্র ফি বাবদ আদায়কৃত টাকার ১০ শতাংশ কেটে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া হবে।

এইচএসসির বাতিল হওয়া ছয় বিষয়ের টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা