ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৪ মার্চ, ২০২৫ | ৩:২১ পিএম
অনলাইন সংস্করণ
এই রমজানে শসার কেজি ১০০ টাকা
৪ মার্চ, ২০২৫ | ৩:২১ পিএম

ছবি: সংগ্রহ
মো সোহাগ : রমজান মাসে শসার দাম একলাফে বাড়ায় চমকে উঠেছেন রাজধানীসহ সারা দেশের ভোক্তারা। সাধারণত রমজানে খাদ্যদ্রব্যের দাম কিছুটা বৃদ্ধি পায়, তবে এবার শসার দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। বাজারে বর্তমানে শসার দাম প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা, যা গত মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। এ কারণে একদিকে যেমন শসা প্রিয় ভোক্তারা চরমভাবে ক্ষুব্ধ, তেমনি অনেক পরিবারই শসা ক্রয়ে সীমাবদ্ধতা অনুভব করছে।
রমজান মাসে ইফতার ও সেহরিতে শসার চাহিদা বৃদ্ধি পায়। স্বাস্থ্যসম্মত, পুষ্টিকর এবং দ্রুত পরিপূর্ণতা অনুভব করার কারণে শসা ইফতারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত। বিশেষ করে গরমে শরীর আর্দ্র রাখতে শসার ব্যবহার অনেকেই বেশি করে থাকেন। তবে এ চাহিদার কারণে শসার দাম বাড়িয়ে দিয়েছে স্থানীয় বাজারের বিক্রেতারা।
বাজারে গিয়ে দেখা যায়, পেঁয়াজ, টমেটোসহ অন্যান্য সবজির সঙ্গে শসার দামও সাথেসাথে বেড়ে গেছে। অনেক ক্রেতা হতাশ হয়ে বলছেন, “এত দাম বাড়ানো খুবই অযৌক্তিক। রোজার সময়ে আমাদের একেবারেই সীমিত বাজেটে ইফতার বা সেহরি প্রস্তুত করতে হয়, আর এমন দাম বাড়ানোর ফলে অনেক সময় খাওয়ার স্বাদও হারিয়ে যায়।”
বিক্রেতারা বলছেন, শসার দাম বৃদ্ধি হওয়া মূলত সরবরাহ সংকট এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে। একজন বিক্রেতা জানান, "এবার শসা আনার খরচ অনেক বেড়ে গেছে, তাছাড়া গরমের কারণে শসার উৎপাদনও কমে গেছে। আমরা বাজারে শসা এনে বিক্রি করার জন্য দাম কিছুটা বাড়াতে বাধ্য হচ্ছি।" তবে অনেক বিক্রেতা মনে করছেন, শসার দাম বৃদ্ধির বিষয়টি ভোক্তাদের জন্য বেশ অস্বস্তিকর, বিশেষত রমজানের মতো সময়ে।
