ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৫১:৫৭ এএম

একনেকে উঠছে দেড় হাজার কোটি টাকার প্রকল্প

১৯ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৫ এএম

একনেকে উঠছে দেড় হাজার কোটি টাকার প্রকল্প

ছবি: সংগ্রহ

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস এই সভায় সভাপতিত্ব করবেন। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট ১৫টি প্রকল্প উত্থাপন করা হবে। এর মধ্যে ৮টি প্রকল্প অনুমোদনের জন্য এবং ৬টি ইতোমধ্যে অনুমোদিত প্রকল্প অবহিত করার জন্য উপস্থাপন করা হবে। একটি প্রকল্প বাতিলের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হবে।


অনুমোদনের জন্য প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য চিলমারী এলাকায় নদী বন্দর নির্মাণ। আশুগঞ্জ-পলাশ সবুজ প্রকল্প। টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প। অর্থনৈতিকভাবে জীবনচক্র হারানো রাবার গাছ কর্তন ও পুনঃবাগান সৃজন। ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের প্রসেস প্লান্ট স্থাপন। রশিদপুর-১১ নং কূপ খনন। ২ডি সিসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক ৭ অ্যান্ড ৯। ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপন। 


পরিকল্পনা উপদেষ্টার অনুমোদিত ৬টি প্রকল্প অবহিত করার জন্য সভায় উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে মাদানী অ্যাভিনিউ থেকে বালু নদী পর্যন্ত প্রশস্তকরণ। রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প। পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প। নির্বাচিত ফসলের নন-হিউম্যান কনজাম্পশন জরিপ। বাংলাদেশের প্রাণিকূলের রেড লিস্ট হালনাগাদকরণ। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিআইডিপি-৪)।বাতিলের প্রস্তাবিত প্রকল্প


মৌলভীবাজারের লাঠিটিলা বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পটি বাতিলের জন্য একনেকে প্রস্তাব করা হয়েছে। পরিবেশ মন্ত্রণালয়ের এ প্রকল্পটি ২০২২ সালের নভেম্বরে একনেকে অনুমোদিত হয়েছিল। তবে বর্তমান সরকারের মূল্যায়নে এটি অগুরুত্বপূর্ণ ও অলাভজনক হিসেবে চিহ্নিত হয়েছে।

 

পরিকল্পনা কমিশন জানিয়েছে, এ প্রকল্পসহ আরও ৪০টি প্রকল্প বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জ-নেত্রকোনা হাওরে উড়ালসড়ক প্রকল্প। ফরিদপুর টেপাখোলা পার্ক স্থাপন প্রকল্প। ঢাকার হেমায়েতপুর থেকে দাশেরকান্দি পর্যন্ত মেট্রোরেলের সাউদার্ন রুট প্রকল্প।


সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের রাজনৈতিক বিবেচনায় নেওয়া কিছু প্রকল্প বাতিল বা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়। যশোরে শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি। খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার। ১২টি জেলায় হাইটেক পার্ক। মুজিব কিল্লা প্রকল্প। সরকারের অবস্থান


সরকার রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া প্রকল্পগুলোর কার্যকারিতা যাচাই করছে। অগুরুত্বপূর্ণ বা অলাভজনক প্রকল্প বাতিল করার মাধ্যমে অর্থ সাশ্রয় ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছে।

 

একনেকের আসন্ন সভা দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবে বলে মনে করা হচ্ছে।

একনেকে উঠছে দেড় হাজার কোটি টাকার প্রকল্প