ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৬ মে, ২০২৪ | ৯:৪০ এএম
অনলাইন সংস্করণ
এডিপির আকার বাড়ছে ২০ হাজার কোটি টাকা
১৬ মে, ২০২৪ | ৯:৪০ এএম
![এডিপির আকার বাড়ছে ২০ হাজার কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original-webp/2024/05/16/20240516094006_original_webp.webp)
আগামী ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের জন্য আজ বৃহস্পতিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় প্রস্তাব পেশ করা হচ্ছে।
আরও পড়ুন
প্রস্তাবিত এডিপির আকার হচ্ছে দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপি থেকে ২০ হাজার কোটি টাকা বেশি।
এবার শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের জন্য থোক বরাদ্দ পাঁচ হাজার কোটি টাকা বাড়িয়ে ১৬ হাজার ৮৭২ কোটি ১৬ লাখ টাকা রাখা হচ্ছে। যা মোট এডিপির ৬.৩৭ শতাংশ।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বরাদ্দ কমালেও এবারও পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৭০ হাজার ৬৮৭ কোটি ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে, যা মোট এডিপির ২৬ দশমিক ৬৭ শতাংশ। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
জানা গেছে, পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ হতে ২০২৪-২৫ অর্থবছরের এডিপি প্রণয়নের জন্য চলতি বছরের ১৪ মার্চ নির্দেশনা জারি করা হয়। এ পরিপ্রেক্ষিতে সব বাস্তবায়নকারী মন্ত্রণালয় বা বিভাগের নিকট থেকে এডিপির জন্য মোট দুই লাখ ৭৬ হাজার ৪০২ কোটি ৪৬ লাখ টাকার প্রস্তাব পাওয়া যায়।
এতে সরকারি অর্থায়ন এক লাখ ৮৫ হাজার ৩৯১ কোটি ১৯ লাখ টাকা এবং প্রকল্প সাহায্য ৯১ হাজার ১১ কোটি ২৭ লাখ টাকা প্রাথমিক চাহিদা পাওয়া যায়। পরে অর্থ বিভাগ থেকে গত ৬ এপ্রিল আগামী অর্থবছরের এডিপির আকার দুই লাখ ৬৫ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়। এতে জিওবি থেকে এক লাখ ৬৫ হাজার কোটি টাকা (৬২.২৬ শতাংশ) এবং প্রকল্প সাহায্য এক লাখ কোটি টাকা (৩৭.৭৪ শতাংশ) নির্ধারণ করে দেওয়া হয়।
আকার:
- মোট বরাদ্দ: ২,৬৫,০০০ কোটি টাকা
- চলতি অর্থবছরের (সংশোধিত এডিপি) তুলনায় বৃদ্ধি: ২০,০০০ কোটি টাকা (৮.১৬%)
গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য:
- শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি
- থোক বরাদ্দ ৫,০০০ কোটি টাকা বাড়িয়ে ১৬,৮৭২ কোটি টাকা করা হয়েছে (মোট এডিপির ৬.৩৭%)
- পরিবহন ও যোগাযোগ খাতে সর্বোচ্চ বরাদ্দ: ৭০,৬৮৭ কোটি টাকা (মোট এডিপির ২৬.৬৭%)
- বিদ্যুৎ ও জ্বালানি খাত: দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ
বরাদ্দের পরিবর্তন (কিছু উল্লেখযোগ্য খাত):
- সাধারণ সরকারি সেবা: বৃদ্ধি: ২,১১৩ কোটি টাকা
- প্রতিরক্ষা: হ্রাস: ৭১০ কোটি টাকা
- জনশৃঙ্খলা ও সুরক্ষা: হ্রাস: ৩,৩০৮ কোটি টাকা
- শিল্প ও অর্থনৈতিক সেবা: বৃদ্ধি: ৬,৪৯২ কোটি টাকা
- কৃষি: বৃদ্ধি: ১৩,২১৯ কোটি টাকা
- বিদ্যুৎ ও জ্বালানি: হ্রাস: ৪০,৭৫১ কোটি টাকা
- পরিবহন ও যোগাযোগ: হ্রাস: ৭০,৬৮৭ কোটি টাকা
- স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: হ্রাস: ১৭,৯৮৬ কোটি টাকা
- পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ: বৃদ্ধি: ১১,০৮৯ কোটি টাকা
- গৃহায়ণ ও কমিউনিটি সুবিধা: হ্রাস: ২৪,৮৬৮ কোটি টাকা
- স্বাস্থ্য: বৃদ্ধি: ২০,৬৮২ কোটি টাকা
- ধর্ম, সংস্কৃতি ও বিনোদন: বৃদ্ধি: ৩,৪৯১ কোটি টাকা
- শিক্ষা: বৃদ্ধি: ৩১,৫২৮ কোটি টাকা
- বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি (রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য): ৪,৭৮৬ কোটি টাকা
- সামাজিক সুরক্ষা: হ্রাস: ৩,৩০৪ কোটি টাকা
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত মন্ত্রণালয়/বিভাগ (চলতি এডিপির তুলনায়):
- স্থানীয় সরকার বিভাগ: ৩৮,৮০৮ কোটি টাকা (১৫.৪০%)
- সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ: ৩২,০৪২ কোটি টাকা (১২.৩৯%)
- বিদ্যুৎ বিভাগ: ২৯,১৭৬ কোটি টাকা (১১.২৮%)
- রেলপথ মন্ত্রণালয়: ১৩,৭২৫ কোটি টাকা (৫.৩১%)
- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ: ১১,৩৮৭ কোটি টাকা (৪.৪০%)
- বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ১২,৮৮৬ কোটি টাকা (৪.৯৮%)
![এডিপির আকার বাড়ছে ২০ হাজার কোটি টাকা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)