ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ
এনবিআরের কঠোর নির্দেশনা আয়কর কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে
১০ সেপ্টেম্বর, ২০২৪ | ৩:৪৫ পিএম
![এনবিআরের কঠোর নির্দেশনা আয়কর কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/10/20240910154125_original_webp.webp)
ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, কোনো কর্মকর্তা যদি দপ্তরের বাইরে কোনো কাজে যান, তবে তাঁর অনুপস্থিতির বিষয়টি কক্ষের সামনে দৃশ্যমান স্থানে লিখে রাখতে হবে।
এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ স্বাক্ষরিত এই আদেশটি জারি করা হয়। আদেশে আরও বলা হয়েছে, সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার আগে কর্মস্থলে উপস্থিত হয়ে কাজ শুরু করতে হবে। যদি কোনো কর্মকর্তা একাধিক দায়িত্বে থাকেন, তবে তাঁর অবস্থান সংক্রান্ত তথ্য অফিসের দৃশ্যমান স্থানে নোটিশ আকারে লিখে রাখতে হবে।
কর কমিশনার ও মহাপরিচালকেরা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের উপস্থিতি নিয়মিত নজরদারি করবেন এবং প্রয়োজন হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেবেন।
- ট্যাগ সমূহঃ
- এনবিআরের
![এনবিআরের কঠোর নির্দেশনা আয়কর কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করতে](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)