ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ
এনবিআরের সাবেক দুই চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা
২২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২৮ পিএম

ছবি: সংগ্রহ
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক দুই চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও নজিবুর রহমানের বিরুদ্ধে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণের মামলা করেছেন সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমান।
হাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানিয়েছেন, চাকরি থেকে বরখাস্ত করার পর পরবর্তী সময়ে আদালতের নির্দেশে চাকরি পুনর্বহাল করার পরেও সঠিকভাবে এই আদেশ বাস্তবায়ন না করায় তিনি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, সাবেক দুই এনবিআর চেয়ারম্যান হাফিজুর রহমানকে অবৈধভাবে চাকরি থেকে বরখাস্ত করেন এবং পরবর্তীতে আদালতের নির্দেশনার পরেও তাকে পুনর্বহাল না করে কালক্ষেপণ করেন। এছাড়া মামলায় এনবিআরের আরও তিন সাবেক কর্মকর্তা সুরাইয়া পারভীন শেলী, ঈদতাজুল ইসলাম ও রায়হানুল ইসলাম ভূঁইয়াকে আসামি করা হয়েছে।
গত নভেম্বর মাসে তৃতীয় যুগ্ম জেলা দায়রা জজ আদালতে মামলাটি দায়ের করা হয় এবং ৩ ফেব্রুয়ারি আদালত এটি মামলা হিসেবে গ্রহণ করেন। ৩ মার্চ মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ২৮ নভেম্বর কাস্টমস বন্ড কমিশনার থাকা অবস্থায় হাফিজুর রহমানকে বেআইনি পন্থায় চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর হাফিজুর প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করলে রায় তার পক্ষে আসে এবং চাকরি ফেরানোর জন্য আবেদন করেন। কিন্তু অবসরের সময় পর্যন্ত হাফিজুরের চাকরি পুনর্বহাল করা হলেও তাকে প্রাপ্য পদোন্নতি দেওয়া হয়নি।
হাফিজুর রহমানের আইনজীবী মো. আব্বাস উদ্দীন জানিয়েছেন, আদালত ৩ ফেব্রুয়ারিতে মামলাটি গ্রহণ করেছে এবং আসামিদের বিরুদ্ধে ৩ মার্চ হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়েছে।
এদিকে, মামলার এক নম্বর আসামি আবু হেনা মো. রহমাতুল মুনিমের বক্তব্য জানতে কল করা হলেও তিনি রিসিভ করেননি। আর নজিবুর রহমান বর্তমানে কারাগারে রয়েছেন, যাকে গত অক্টোবর মাসে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।
- ট্যাগ সমূহঃ
- এনবিআরের
- সাবেক
- দুই চেয়ারম্যানের
- বিরুদ্ধে
- মামলা
