ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ
এনসিটিবি কি কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র
১৮ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৯ এএম
![এনসিটিবি কি কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/18/20250118104922_original_webp.webp)
ছবি: সংগ্রহ
পাঠ্যবই থেকে 'আদিবাসী' শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার পর, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র হিসেবে কাজ করছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এক বিবৃতিতে জানায়, এনসিটিবির এ সিদ্ধান্ত এবং পরবর্তী সময়ে আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা বাংলাদেশে বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার চেতনার সঙ্গে সাংঘর্ষিক।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “এনসিটিবি প্রমাণ করেছে যে, ১৫ বছরের কর্তৃত্ববাদের পতনের পরও এই সংস্থায় কর্তৃত্ববাদের চর্চা অব্যাহত রয়েছে। আদিবাসী পরিচয় ব্যবহার করা যাবে না—এমন সিদ্ধান্ত ছিল পুরনো কর্তৃত্ববাদী সরকারের। এ ধরনের সিদ্ধান্তে এনসিটিবির দায়ী হওয়া উচিত।” তিনি আরো বলেন, “এটি ফ্যাসিবাদী আচরণের প্রতিফলন, যেখানে বিচার-বিবেচনা ছাড়াই এক পক্ষের আব্দার পূরণ করা হচ্ছে।”
এছাড়া, গত বুধবার এনসিটিবি ভবনের সামনে আদিবাসী ছাত্রদের মিছিলে হামলার ঘটনাও ঘটে, যেখানে তারা আদিবাসী শব্দের সংযোজন নিয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন। অভিযোগ উঠেছে, হামলাটি স্টুডেন্টস ফর সভারেন্টি সংগঠন চালিয়েছে।
এ ঘটনায় সরকার কর্তৃক প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতেও 'আদিবাসী' শব্দটি ব্যবহার করা হয়নি, যা প্রধান উপদেষ্টার ভাষণের সঙ্গে সাংঘর্ষিক। টিআইবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে, এনসিটিবিকে সংশোধন করে জবাবদিহি প্রতিষ্ঠা করতে এবং কর্তৃত্ববাদের প্রভাব থেকে মুক্ত করতে।
- ট্যাগ সমূহঃ
- এনসিটিবি
- কর্তৃত্ববাদের
- পুনর্বাসন
- কেন্দ্র
![এনসিটিবি কি কর্তৃত্ববাদের পুনর্বাসন কেন্দ্র](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)