ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ১২:৩৬:২২ এএম

এবার মার্কিন কৃষি পণ্যে চীনের শুল্ক আরোপ

৫ মার্চ, ২০২৫ | ১১:১২ এএম

এবার মার্কিন কৃষি পণ্যে চীনের শুল্ক আরোপ

ছবি: সংগ্রহ

চীন সম্প্রতি প্রায় দুই হাজার ১০০ কোটি ডলারের মার্কিন পণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের প্রতিবাদে এই সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। এই পদক্ষেপের ফলে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে।

 

 

ট্রাম্প প্রশাসন সম্প্রতি চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে, যা ফেব্রুয়ারির ১০ শতাংশ বৃদ্ধির সঙ্গে যুক্ত হয়ে ৪ মার্চ থেকে কার্যকর হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, চীন মাদক পাচার রোধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীন মার্কিন কৃষি ও খাদ্যপণ্যের ওপর নতুন শুল্ক বসিয়েছে এবং ২৫টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে রপ্তানি ও বিনিয়োগ নিষেধাজ্ঞা জারি করেছে।

 

 

চীনের নতুন শুল্কের আওতায়, ১৫ শতাংশ শুল্ক: মুরগির মাংস, গম, ভুট্টা, তুলা। ১০ শতাংশ শুল্ক: সয়াবিন, সরগাম (জোয়ার), গরুর মাংস, শূকরের মাংস, ফল, শাকসবজি ও দুগ্ধজাত পণ্য।

 

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা কোনো হুমকি বা চাপে নতিস্বীকার করবে না এবং যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপকে ‘ব্ল্যাকমেইল নীতি’ হিসেবে দেখছে। তবে বিশ্লেষকরা বলছেন, চীন এখনো আলোচনার দরজা খোলা রেখেছে।

 

 

এই বাণিজ্য যুদ্ধ মার্কিন কৃষকদের জন্য বড় ধাক্কা হতে পারে, কারণ চীন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম কৃষিপণ্য বাজার। চীনের বাজারে মার্কিন কৃষিপণ্যের আমদানি কমতে শুরু করেছে। উদাহরণস্বরূপ, ২০২৪ সালে চীন যুক্তরাষ্ট্র থেকে দুই হাজার ৯২৫ কোটি ডলারের কৃষিপণ্য আমদানি করেছিল, যা ২০২২ সালে ছিল চার হাজার ২৮০ কোটি ডলার।

 

 

বিশ্লেষকরা মনে করছেন, যদি দুই দেশ আলোচনার মাধ্যমে সমঝোতায় না পৌঁছায়, তবে এই শুল্ক হার ৬০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এতে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়বে এবং মার্কিন কৃষকদের বিকল্প বাজার খোঁজার প্রয়োজন হবে।

 

 

বিশ্লেষকদের মতে, চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধের এই নতুন অধ্যায় উভয় দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও চীন আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে, তবে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। যদি দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে না পায়, তবে বৈশ্বিক বাণিজ্যেও এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।

এবার মার্কিন কৃষি পণ্যে চীনের শুল্ক আরোপ