ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০৪:৪৬ এএম

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

২১ জানুয়ারি, ২০২৫ | ৩:৫ পিএম

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর

ছবি: সংগ্রহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক ও কর উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে। বর্তমানে ২৫ শতাংশের পরিবর্তে কাস্টমস শুল্ক (সিডি) কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ৩ শতাংশ রেগুলেটরি শুল্ক (আরডি) ও ৫ শতাংশ আগাম কর (এটি) সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয়েছে।

 

 

গতকাল সোমবার এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান সই করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায়। আজ মঙ্গলবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল-আমিন শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিশ্বে বায়ুদূষণের শীর্ষে থাকা শহরগুলোর মধ্যে ঢাকা ও বাংলাদেশের অন্যান্য শহরও রয়েছে। বায়ুদূষণের ফলে জনস্বাস্থ্য ও আর্থিক ক্ষতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ হিসেবে এই শুল্ক-কর হ্রাস করা হয়েছে।

 

 

এয়ার পিউরিফায়ারের আমদানিতে শুল্ক হ্রাসের ফলে মোট করভার ৫৮ দশমিক ৬০ শতাংশ থেকে কমে ৩১ দশমিক ৫০ শতাংশ নির্ধারিত হয়েছে। এ ব্যবস্থার কারণে প্রতি এয়ার পিউরিফায়ারের আমদানি খরচ প্রকারভেদে ১,৫০০ থেকে ৭,০০০ টাকা পর্যন্ত হ্রাস পাবে। ফলে, জনগণের জন্য এই পণ্যটি আরও সাশ্রয়ী ও সহজলভ্য হবে।

 

 

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এ উদ্যোগ এয়ার পিউরিফায়ারের বহুল ব্যবহারে অনুপ্রাণিত করবে এবং বায়ুদূষণজনিত জনস্বাস্থ্য সমস্যার বিরূপ প্রতিক্রিয়া প্রতিরোধে সহায়ক হবে।

এয়ার পিউরিফায়ার আমদানিতে শুল্ক কমিয়ে সহজলভ্য করল এনবিআর