ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৩৯:১৬ পিএম

এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেয়ার দাবি ব্যবসায়ীদের

রফতানি খাতের ২৭ সংগঠনের মতবিনিময় সভা

১৩ আগস্ট, ২০২৪ | ৮:৪৪ এএম

এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেয়ার দাবি ব্যবসায়ীদের

ছবি: সংগ্রহীত

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়শীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণ পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছেন রফতানিমুখী ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা। কারণ সদ্য বিদায়ী সরকার বেশি পরিমাণে রফতানি দেখিয়ে এলডিসি গ্র্যাজুয়েশন নেয়ার সিদ্ধান্ত নেয়। তবে বাস্তবতার সঙ্গে সরকারের তথ্যের বড় ধরনের পার্থক্য থাকায় ব্যবসায়ীরা চান না এখনই এলডিসি গ্র্যাজুয়েশন সম্পন্ন হোক। দেশের বর্তমান পরিস্থিতিতে করণীয় নির্ধারণে গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা বিভিন্ন দাবি উত্থাপন করেন। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সভাপতি মো. শাহরিয়ারের উদ্যোগে রফতানি খাতসংশ্লিষ্ট ২৭টি বাণিজ্যিক সংগঠন এ মতবিনিময় সভায় অংশ নেয়।

 

অনুষ্ঠানে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সাবেক সভাপতি ও থাই চেম্বারের সভাপতি শামস্ মাহমুদ বলেন, ‘এলডিসি থেকে উত্তরণ ১০ বছর পিছিয়ে দেয়া দরকার। বর্তমান প্রেক্ষাপটে অর্থায়নের সুযোগ ও জিএসপি প্লাসের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বিনিয়োগ এবং সেই বিনিয়োগের জোগান দেয়ার মতো অবস্থায় নেই দেশের ব্যাংক খাত। ফলে এখন এলডিসি থেকে উত্তরণের দরকার নেই।’

 


জাতিসংঘের সাধারণ পরিষদের তালিকা অনুযায়ী, বাংলাদেশ ২০২৬ সালের শেষের দিকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়শীল দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।

 

 

বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএর নতুন সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘নতুন সরকার সার আমদানি বাড়াবে। এর বিপরীতে শিল্প খাতে গ্যাসের বরাদ্দ বাড়াবে। কারণ সার উৎপাদনের চেয়ে আমদানি লাভজনক। এতদিন বিষয়টি কেন মাথায় ঢোকেনি?’

 

 

গত বছরের শুরুতে গ্যাসের দাম এক লাফে দ্বিগুণ করার সমালোচনা করে তিনি বলেন, ‘এভাবে আমাদের অত্যাচার করা হয়েছে। প্রতি বছর ৫ শতাংশ হারে গ্যাসের দাম বাড়লে তা সহনীয় হয়।’

বিজিএমইএর সহসভাপতি আব্দুল্লাহ-হিল-রাকিব জানান, সদস্য ও কমিউনিটি পুলিশের সমন্বয়ে শিল্পাঞ্চলভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। তিনি ওয়্যারহাউজ থেকে মালামাল নিরাপদে স্থানান্তর, রুগ্‌ণ ও ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানে গ্যাসের সংযোগ ছয় মাস পর্যন্ত না কেটে ব্যবসায় ফিরে আসার সুযোগ দেয়ার দাবি জানানো হয়।

 

 

তাছাড়া তিনি সরকারি পরিসংখ্যান সঠিক ছিল না বিধায় এলডিসি গ্র্যাজুয়েশনের সময় পেছানোর, এনবিআর ঢেলে সাজানো, শিল্পপ্রতিষ্ঠানের মালিকের মাধ্যমে শিল্প পরিকল্পনা প্রণয়ন, দুই মাসের জন্য সফট লোনের ব্যবস্থাকরণ, বাংলাদেশ ব্যাংকের ব্লকড ব্যবসা পলিসি পরিবর্তন করে ব্যবসা সহায়ক পলিসি করার দাবি জানান।

 

 

রফতানিমুখী নিটওয়্যার পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবি করছি। একই সঙ্গে আমরা বলব ২০২৬ সালে উন্নয়নশীল দেশে উত্তরণ আপাতত স্থগিত রাখতে হবে। বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ উত্তরণ বন্ধ রাখা প্রয়োজন।’

 

 

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীদের মতামত তুলে ধরে এ ব্যবসায়ী নেতা বলেন, ‘দেশে গত কয়েক বছর আর্থিক খাতের তথ্য-উপাত্তকে ম্যানিপুলেট করা হয়েছে। এ ভুল তথ্যের ওপর ভিত্তি করে যেসব নীতি গ্রহণ করা হয়েছে সেগুলো এখন সংশোধন করতে হবে।’

 

 

এনবিআরের কর্মকর্তাদের দ্বারা বিগত সময়ে ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, ‘এ হয়রানি বন্ধ করতে হবে এবং অবশ্যই এনবিআরে সংস্কার আনতে হবে।’

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থানের সময়ে বেশকিছু কারখানা ভাংচুর ও ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব কারখানাকে ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান মোহাম্মদ হাতেম।

 

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু অভিযোগ করে বলেন, ‘এক শ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে এসেছে। বৈধ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় ছিল না, অথচ এমন একটা সরকারকে এভাবে সমর্থন করা কোনোভাবে সমীচীন হয়নি।’

 

 

তিনি আরো বলেন, ‘ছাত্র আন্দোলনের মাধ্যমে সংঘটিত গণ-অভ্যুত্থানে সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। জনপ্রতিনিধিত্বশীল নয় এমন সরকার আবার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকলে অরাজকতা তৈরি হতে পারে।’

 

 

তিনি দ্রুততম সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আবুল কাশেম হায়দার, বাংলদেশ টেরি টাওয়েল ও লিনেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শাহাদাত হোসেন সোহেল, বিজিএপিএমইএর সভাপতি মো. কাহরিয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

এলডিসি গ্র্যাজুয়েশন পিছিয়ে দেয়ার দাবি ব্যবসায়ীদের