ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৯ এএম
অনলাইন সংস্করণ
এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ
২ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫৯ এএম
![এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/02/20250202104140_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আজ (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ফেব্রুয়ারি মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করবে। সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি মাসের সৌদি সিপি (সাম্প্রতিক আন্তর্জাতিক বাজার দর) অনুযায়ী এই মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। বিইআরসি তার নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেল ৩টায় এলপিজি ও অটোগ্যাসের দাম ঘোষণা করবে।
আরও পড়ুন
গত জানুয়ারি মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখার পর ১৪ জানুয়ারি ১২ কেজি সিলিন্ডারের দাম ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছিল। এছাড়া জানুয়ারির প্রথম দিকে অটোগ্যাসের দাম ৩ পয়সা কমিয়ে ৬৬ টাকা ৭৯ পয়সা নির্ধারণ করা হয়েছিল। তবে ১৪ জানুয়ারি অটোগ্যাসের দাম ৪৯ পয়সা বাড়িয়ে ৬৭ টাকা ২৭ পয়সা পুনঃনির্ধারণ করা হয় এবং ২২ জানুয়ারি ৪২ পয়সা কমিয়ে দাম পুনঃনির্ধারণ করা হয় ৬৬ টাকা ৮৫ পয়সা।
২০২৪ সালে মোট ৪ দফা কমানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, তবে ৭ দফা দাম বেড়েছিল। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে দাম বৃদ্ধি করা হয়েছিল, অপরদিকে এপ্রিল, মে, জুন এবং নভেম্বর মাসে দাম কমানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
এবার ফেব্রুয়ারির জন্য নতুন দাম ঘোষণা হলে তা দেশের ভোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, বিশেষত এলপিজি ও অটোগ্যাসের দাম প্রতিদিনের জীবনযাত্রায় প্রভাব ফেলবে।
![এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ আজ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)