ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০ পিএম
অনলাইন সংস্করণ
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা না মানলে ২১ ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা
একই যানবাহনের বিরুদ্ধে তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘনের দায়ে মামলা হলে, ওই যানবাহনকে আর ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে দেওয়া হবে না।
৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০ পিএম
![এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা না মানলে ২১ ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/08/20250208160459_original_webp.webp)
ছবি: সংগ্রহ
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলের সময় নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে গাড়ি চালালে ভিডিও দেখে ওই যানবাহনের বিরুদ্ধে মামলা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে আজ (৮ ফেব্রুয়ারি) জানিয়েছে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ।
কুড়িলে এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে এক সংবাদ সম্মেলনে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিসীমা অতিক্রম করলে পুলিশকে মামলা দিতে বলবো। ডিএমপি এ মামলা দায়ের করবে।"
বর্তমানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রধান সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। আর এক্সপ্রেসওয়ের প্রবেশ ও প্রস্থান র্যাম্পগুলোতে এই গতিসীমা রাখা হয়েছে ৪০ কিলোমিটার ঘণ্টা।
হাসিব হাসান খান আরও জানান, একই গাড়ির বিরুদ্ধে তিনবারের বেশি গতিসীমা লঙ্ঘনের দায়ে মামলা হলে, ওই যানবাহনকে আর ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে দেওয়া হবে না।
তিনি বলেন, ২০২৩ সালের ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যাত্রা শুরু করার পর থেকে প্রধানত পাঁচটি সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। সেগুলো হলো– ওভারহিট গাড়ি, চাকা পাংচার, জ্বালানি শেষ হয়ে যাওয়া, বিমানবন্দরের যাত্রী সেবা এবং দুর্ঘটনা।
তিনি জানান, এক্সপ্রেসওয়ে চালুর পর থেকে এ পর্যন্ত শুধু জানুয়ারি মাসে এক্সপ্রেসওয়েতে চলাচল করা অবস্থায় ৯০টি গাড়ির ইঞ্জিনে সমস্যা দেখা দিয়েছে; টায়ার পাংচারের ঘটনা ঘটেছে ৫১টি, জ্বালানি ফুরিয়ে গাড়ি বন্ধের ঘটনা ঘটেছে ২০টি এবং ১০টি দুর্ঘটনা ঘটেছে।
![এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গতিসীমা না মানলে ২১ ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)