ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:০১:৩০ পিএম

এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসছে পাকিস্তানের করাচিতে

২৭ এপ্রিল, ২০২৪ | ১২:৪৮ পিএম

এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসছে পাকিস্তানের করাচিতে

পবিত্র ঈদুল আজহার এখনও প্রায় দেড় মাস বাকী। এ ঈদের বড় আকর্ষণ পশু কোরবানি। এ উপলক্ষে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচির তাইসার শহরের মহাসড়কের কাছে বসছে এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট। পাক সংবাদমাধ্যম শুক্রবার এ কথা জানিয়েছে।

 

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ অথবা ১৭ জুন পাকিস্তানে ঈদুল আজহা উদযাপিত হবে। হাটটির আয়োজকরা এ তথ্য জানিয়েছেন, করাচির তাইসার শহরের হাটে পশু বেঁচাকেনা পুরোদমে শুরু হতে পারে ১০ মে থেকে। সারা পাকিস্তান থেকে পশু এই হাটে।

 

গত বছরের মতো এবারও উত্তর বাইপাসের তাইসার শহরের ১ হাজার একর জায়গাজুড়ে স্থাপিত হবে। এটি অর্থনীতির অন্যতম মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। কারণ সেখানে কয়েক বিলিয়ন রুপির লেনদেন হয়।


এছাড়া হাটটিকে ঘিরে অস্থায়ী রেস্তোরাঁ, চা ও ফাস্টফুডের দোকান গড়ে উঠবে। এগুলোও অর্থনীতিতে ভূমিকা রাখবে। অ্যারি জানায়, পশুর হাটটিতে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তাসহ বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এশিয়ার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট বসছে পাকিস্তানের করাচিতে