ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৫ এএম
অনলাইন সংস্করণ
এশিয়ায় অন্যতম অদক্ষ বাংলাদেশের বিদ্যুৎ খাত
২৩ জানুয়ারি, ২০২৫ | ১১:৪৫ এএম
![এশিয়ায় অন্যতম অদক্ষ বাংলাদেশের বিদ্যুৎ খাত](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/23/20250123114529_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বাংলাদেশের বিদ্যুৎ খাতের সক্ষমতা ভিয়েতনামের এক-তৃতীয়াংশ, আর দেশের বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার পিক আওয়ারে ৬০ শতাংশের ওপরে। বিদ্যুতের ট্যারিফ প্রতি কিলোওয়াট ঘণ্টায় গড়ে সাড়ে ৮ টাকা। এদিকে, ভিয়েতনামের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৮১ হাজার মেগাওয়াট, যেখানে পিক আওয়ারে সর্বোচ্চ চাহিদা ৪৬ হাজার মেগাওয়াট। যদিও দেশটির সক্ষমতার বড় অংশ অব্যবহৃত থাকে, তাদের বিদ্যুৎ খাতে ভর্তুকি প্রায় শূন্য। ভিয়েতনামে প্রতি কিলোওয়াট ঘণ্টায় ট্যারিফ ৯ টাকা ৮ পয়সা, এবং মাথাপিছু ভর্তুকি ৪ সেন্ট।
বাংলাদেশে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাড়ার প্রধান কারণ হলো অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ এবং প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি। অতীতে প্রকল্পগুলো পরিকল্পনাহীনভাবে বাস্তবায়িত হয়েছে, যার কারণে খরচ বেড়েছে এবং উৎপাদন ব্যয় কমাতে মনোযোগ দেয়া হয়নি। দেশের বিদ্যুৎ খাতের ব্যয় সাশ্রয় ও দক্ষতার অভাবের ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোর তুলনায় পিছিয়ে রয়েছে। বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমাণ বেড়েছে এবং জনগণের মধ্যে বিদ্যুতের ব্যবহার সেভাবে বাড়েনি।
২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে বিদ্যুতের সক্ষমতা ছিল ২৬ হাজার ৮৮৭ মেগাওয়াট, যেখানে সর্বোচ্চ উৎপাদন ছিল ১৬ হাজার ৪৭৭ মেগাওয়াট। এই সময় বাংলাদেশে বিদ্যুৎ খাতে ভর্তুকি ৩২১ কোটি ৬২ লাখ ডলার ছিল। প্রতিবেশী ভারত, পাকিস্তান এবং ভিয়েতনামের তুলনায় বাংলাদেশের ভর্তুকি অনেক বেশি। পাকিস্তান ও ভারত তাদের বিদ্যুৎ খাতে অপ্রয়োজনীয় সক্ষমতা বাড়িয়ে বিপুল পরিমাণ আর্থিক দায় তৈরি করেছে, তবে তারা চুক্তি পর্যালোচনা ও বিদ্যুৎ দাম বাড়ানোর মাধ্যমে পরিস্থিতি উন্নত করেছে, যেখানে বাংলাদেশ এখনো তা করতে পারেনি।
বিদ্যুৎ খাতে ভর্তুকি কমানোর জন্য বিশেষজ্ঞরা পরিকল্পনাহীন প্রকল্প বাস্তবায়ন ও ভুল নীতি গ্রহণকে দায়ী করছেন। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানো এবং দক্ষতা উন্নয়নে দেশগুলো যেমন ভারত ও ভিয়েতনাম সফল হয়েছে, তেমন বাংলাদেশে এই দিকগুলোতে কোনো অগ্রগতি হয়নি। সরকারের বিদ্যুৎ খাতে বকেয়া এখন ৪০ হাজার কোটি টাকা, এবং বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের কারণে জনগণের উপর চাপ বাড়ছে।
![এশিয়ায় অন্যতম অদক্ষ বাংলাদেশের বিদ্যুৎ খাত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)