ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৫ এএম
অনলাইন সংস্করণ
এশিয়ায় অপরিশোধিত তেল আমদানি সামান্য বৃদ্ধি পেলেও বার্ষিক ভিত্তিতে হ্রাসের পূর্বাভাস
২ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৫ এএম
![এশিয়ায় অপরিশোধিত তেল আমদানি সামান্য বৃদ্ধি পেলেও বার্ষিক ভিত্তিতে হ্রাসের পূর্বাভাস](https://i.vatbondhu.com/images/original-webp/2024/12/02/20241202101423_original_webp.webp)
ছবি: সংগ্রহীত
নভেম্বরে এশিয়ায় অপরিশোধিত জ্বালানি তেল আমদানি সামান্য বেড়ে দৈনিক ২ কোটি ৬৪ লাখ ২০ হাজার ব্যারেলে পৌঁছেছে। অক্টোবরে আমদানির পরিমাণ ছিল ২ কোটি ৬১ লাখ ১০ হাজার ব্যারেল, আর সেপ্টেম্বরে ২ কোটি ৬২ লাখ ৪০ হাজার ব্যারেল। যদিও সাম্প্রতিক বৃদ্ধি লক্ষ্য করা গেছে, ২০২৪ সালে বার্ষিক ভিত্তিতে এশিয়ার আমদানি হ্রাসের সম্ভাবনা রয়েছে, যা ওপেক প্লাস এবং আইইএ’র পূর্বাভাসের বিপরীত।
২০২৪ সালের প্রথম ১১ মাসে এশিয়ার দৈনিক আমদানি গড়ে ২ কোটি ৬৫ লাখ ২০ হাজার ব্যারেলে দাঁড়িয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৩ লাখ ৭০ হাজার ব্যারেল কম। গত বছর একই সময়ে এশিয়ার দৈনিক আমদানি ছিল ২ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ব্যারেল। ওপেকের পূর্বাভাসে বলা হয়েছিল, এশিয়ায় ২০২৪ সালে দৈনিক তেলের চাহিদা ১০ লাখ ৪০ হাজার ব্যারেল বাড়বে। তবে চীনের চাহিদা বাড়ার পূর্বাভাস সংশোধন করে জুলাইয়ের ৭ লাখ ৬০ হাজার ব্যারেল থেকে নভেম্বরের প্রতিবেদনে সাড়ে ৪ লাখ ব্যারেল করা হয়েছে।
চীনের আমদানি নভেম্বরে দৈনিক ১ কোটি ১৬ লাখ ২০ হাজার ব্যারেলে পৌঁছে তিন মাসের সর্বোচ্চ হয়েছে। তবে ২০২৪ সালের প্রথম ১০ মাসে চীনের আমদানি দৈনিক ১ কোটি ৯৪ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ কম। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক ভারতেও চাহিদা বাড়লেও তা সামগ্রিকভাবে এ অঞ্চলের কমতির সম্ভাবনাকে ঠেকাতে পারছে না।
অপরিশোধিত জ্বালানি তেলের দামও বড় ধরনের ওঠানামার মধ্যে রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম এপ্রিলে ৯২ ডলার ১৮ সেন্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ৬৯ ডলার ১৯ সেন্টে নেমে আসে, যা ৩৩ মাসের মধ্যে সর্বনিম্ন। ভূরাজনৈতিক কারণ যেমন মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এ দাম ওঠানামার পেছনে ভূমিকা রাখছে।
এ পরিস্থিতিতে ওপেক প্লাসের সদস্য দেশগুলো উৎপাদন বাড়ানোর পরিকল্পনা স্থগিত করেছে। সংগঠনটি ২০২৪ ও ২০২৫ সালে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করলেও এশিয়ায় চাহিদার ধীরগতির কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ২০২৪ সালের প্রথম প্রান্তিকের পর উৎপাদন বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
![এশিয়ায় অপরিশোধিত তেল আমদানি সামান্য বৃদ্ধি পেলেও বার্ষিক ভিত্তিতে হ্রাসের পূর্বাভাস](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)