ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫ এএম
অনলাইন সংস্করণ
এস আলম ও তার পরিবারের ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ
১৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৫ এএম
![এস আলম ও তার পরিবারের ৫ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/02/13/20250213100542_original_webp.webp)
ছবি: সংগ্রহ
আলোচিত ব্যবসায়ী মো. সাইফুল আলম মাসুদ (এস আলম) ও তার পরিবারের সদস্যদের ৪২টি কোম্পানির পাঁচ হাজার ১০৯ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। বুধবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদক সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাসসহ অন্যান্য দেশে এক বিলিয়ন ডলার পাচারের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এই অনুসন্ধানে তাদের নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর ৪৩৭ কোটি ৮৫ লাখ ২৭৪টি শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে।
এস আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন এসব শেয়ারের মোট মূল্য পাঁচ হাজার ১০৯ কোটি ৬৭ লাখ ৯৬ হাজার ২৬০ টাকা, যা বিদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আদালতের আদেশে এসব শেয়ার ও মুনাফা অবরুদ্ধ করা হয়েছে যাতে পরবর্তী সময়ে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা যায়।
এছাড়া, গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের তিন হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেওয়া হয়েছিল। এর আগে এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাতে অনিয়ম, টাকা পাচার, আয়কর ফাঁকি, এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে, যার তদন্ত চলছে।
এস আলম গ্রুপের মালিকানা ও তার ব্যবসায়িক কার্যক্রম নিয়ে সরকারের বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করেছে, এবং সম্প্রতি তার ব্যাংক হিসাব ও শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। নতুন গভর্নর আহসান এইচ মনসুর এস আলমের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন ব্যাংকের শেয়ার সরকারের মালিকানায় নেওয়ার কথা বলেছেন।
- ট্যাগ সমূহঃ
- এস আলম
- তার পরিবারের
- কোটি টাকার
- শেয়ার
- অবরুদ্ধে
- আদেশ