ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১ জানুয়ারি, ২০২৫ | ১২:৪ পিএম
অনলাইন সংস্করণ
কনটেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের নতুন রেকর্ড করলো
১ জানুয়ারি, ২০২৫ | ১২:৪ পিএম
![কনটেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের নতুন রেকর্ড করলো](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/01/20250101114450_original_webp.webp)
ছবি: সংগ্রহ
বৈশ্বিক সংকট এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ২০২৪ সালে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। বিদায়ী বছরে (১ জানুয়ারি থেকে ৩০ ডিসেম্বর) বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ লাখ ৬৭ হাজার ৭১২ টিইইউএস (২০ ফুট সমমান), যা বন্দরের ইতিহাসে সর্বোচ্চ।
এর আগে, ২০২১ সালে কনটেইনার হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ রেকর্ড ছিল ৩২ লাখ ১৪ হাজার ৪৪৮ টিইইউএস। ২০১৯ সালে প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর থ্রি মিলিয়ন ক্লাব-এ প্রবেশ করেছিল, তখন হ্যান্ডলিং ছিল ৩০ লাখ ৮৮ হাজার ১৮৭ টিইইউএস। করোনা মহামারির প্রভাবের কারণে ২০২০ সালে হ্যান্ডলিং কমে দাঁড়ায় ২৮ লাখ ৩৯ হাজার ৯৭৭ টিইইউএস।
বন্দরের এই সাফল্যের পেছনে কয়েকটি বিষয় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে— বড় জাহাজ আগমন: বর্তমানে বন্দরের জেটিতে সাড়ে ৯ থেকে ১০ মিটার দৈর্ঘ্যের জাহাজ ভিড়তে পারছে। ইয়ার্ডের ধারণক্ষমতা বৃদ্ধি: বন্দরের ইয়ার্ডে এখন প্রায় ৫৮ হাজার টিইইউএস কনটেইনার রাখা সম্ভব। নতুন ইকুইপমেন্ট যুক্ত: ২০২৪ সালে বন্দরে ১০৪টি নতুন ইকুইপমেন্ট যুক্ত হয়েছে। দক্ষ ব্যবস্থাপনা দক্ষ ব্যবস্থাপনা এবং কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার ফলে বন্দরের কার্যক্রম আরও গতিশীল হয়েছে।
দৈনিক ডেলিভারি বৃদ্ধি: বর্তমানে প্রতিদিন প্রায় ৫ হাজার কনটেইনার ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছ।পূর্ববর্তী পারফরম্যান্স ২০২২ সালে কনটেইনার হ্যান্ডলিং হয়েছিল ৩১ লাখ ৪২ হাজার ৫০৪ টিইইউএস।২০২৩ সালে হ্যান্ডলিংয়ের পরিমাণ ছিল ৩০ লাখ ৫০ হাজার টিইইউএস।
শিপিং বিষয়ক যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী ‘লয়েডস লিস্ট’-এর র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বন্দরের বর্তমান অবস্থান ৬৭তম। ২০২৪ সালে হ্যান্ডলিং বৃদ্ধির ফলে এই তালিকায় চট্টগ্রাম বন্দরের আরও কয়েক ধাপ উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম বলেন, "সীমিত অবকাঠামো ও জনবল দিয়েই আমরা কনটেইনার হ্যান্ডলিংয়ে সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করছি। ভবিষ্যতে আরও উন্নত সেবা নিশ্চিত করার জন্য নতুন প্রকল্প গ্রহণ করা হবে।"
বন্দর ব্যবস্থাপনার আরও উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ এবং দক্ষ জনবল বৃদ্ধির মাধ্যমে চট্টগ্রাম বন্দর কনটেইনার হ্যান্ডলিংয়ে বৈশ্বিক শীর্ষস্থানীয় বন্দরের কাতারে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে।
- ট্যাগ সমূহঃ
- কনটেইনার
- হ্যান্ডলিংয়ে
- রেকর্ড
![কনটেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের নতুন রেকর্ড করলো](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)