ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
৯ মার্চ, ২০২৫ | ১২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা
৯ মার্চ, ২০২৫ | ১২:৩৯ পিএম

ছবি: সংগ্রহ
পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবির বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসেছেন। রবিবার সকাল থেকে তারা পুনরায় কাজে যোগদান করেছেন। বিএসইসির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
এর আগে, শনিবার রাতে বিএসইসি অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরার অনুরোধ জানানো হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিএসইসি কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।
গত বৃহস্পতিবার বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন, যা আগের দিন এক জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হয়েছিল। এর আগে, বুধবার তারা বিএসইসির চেয়ারম্যান ও কমিশনারদের অবরুদ্ধ করে দাবি আদায়ের চেষ্টা করেন। একপর্যায়ে কমিশনের মূল ফটকে তালা লাগানো, সিসি ক্যামেরা, ওয়াই-ফাই, লিফট ও বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে অরাজকতা সৃষ্টি করা হয়। এ সময় পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এমনকি সেনাবাহিনীর সদস্যরাও কমিশনের কর্মকর্তাদের উদ্ধারে সহায়তা করেন।
বর্তমানে কর্মস্থলে ফিরলেও ভবিষ্যতে এ বিষয়ে কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হবে কি না, সে সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
- ট্যাগ সমূহঃ
- কর্মবিরতি
- প্রত্যাহার
- কাজে ফিরেছেন
- বিএসইসির
- কর্মচারীরা
