ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:০৪:৩৪ পিএম

কর্মবিরতি প্রত্যাহার, সারাদেশে চলবে ট্রেন

২৯ জানুয়ারি, ২০২৫ | ১০:৩৯ এএম

কর্মবিরতি প্রত্যাহার, সারাদেশে চলবে ট্রেন

ছবি: সংগ্রহ

বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়ন কর্তৃক ডাকা কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। এর ফলে বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকে সারাদেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ২৬ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকার পর মঙ্গলবার রাত ২টার দিকে বিষয়টির সমাধান আসার পরই কর্মবিরতি প্রত্যাহার করা হয়।

 

 

শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে রানিং স্টাফদের মাইলেজ সুবিধার সমস্যার সমাধান এবং পূর্বের সকল সুবিধা বহাল রাখার আশ্বাস দেওয়া হয়। উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানিয়েছেন, বুধবারের (২৯ জানুয়ারি) মধ্যে রানিং স্টাফদের মাইলেজ সমস্যা সমাধান করা হবে।

 

 

কর্মবিরতি প্রত্যাহারের পর ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিবুর রহমান জানান, "আমরা কখনো যাত্রীদের দুর্ভোগ সৃষ্টি করতে চাইনি। তবে আমাদের দাবিগুলো পূরণের জন্য বাধ্য হয়ে এই কর্মসূচি দিয়েছিলাম। এখন সকল সমস্যার সমাধান হবে এবং আমরা ট্রেন চলাচলে সহায়তা করব।"

 

 

এর আগে, ২৮ জানুয়ারি দিবাগত রাত ১২টা থেকে ২৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আন্দোলনের কারণে ২৯ জানুয়ারি সকাল ৯টা পর্যন্ত সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছিল, তবে আজ সকাল ৯টার পর থেকে সিডিউল ট্রেনগুলো আবার যাত্রা শুরু করবে।

 

 

শ্রমিক ইউনিয়ন নেতারা বলেন, "আমরা রেলের সচিব ও ডিজি মহোদয়ের সঙ্গে বসে আমাদের দাবি জানিয়েছি। আগামীকাল সব সমস্যার সমাধান হবে এবং আমাদের পূর্বের সুবিধাগুলো বজায় থাকবে।"

 

 

এদিকে, বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য নেতারা।

কর্মবিরতি প্রত্যাহার, সারাদেশে চলবে ট্রেন