ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০০:৪৫ এএম

কর ফাঁকি অনুসন্ধানে এবার মাঠে এনবিআরের গোয়েন্দা সেল

২১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪০ এএম

কর ফাঁকি অনুসন্ধানে এবার মাঠে এনবিআরের গোয়েন্দা সেল

ছবি: সংগ্রহ

আর্থিক খাতে দুর্নীতি দমনে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক), এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পাশাপাশি এবার আরও সক্রিয় ভূমিকা নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

 

জনবল সংকট থাকা সত্ত্বেও এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) দেশব্যাপী কর ফাঁকিবাজদের চিহ্নিত করে মামলার নির্দেশনা দিয়েছে। এই প্রক্রিয়ার অগ্রগতি নিশ্চিত করতে এবং কর আদায়ের কার্যক্রমে গতিশীলতা আনতে এনবিআর দেশব্যাপী প্রায় ৪০টি কর অঞ্চলে পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করেছে।


এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের নির্দেশে সিআইসির মহাপরিচালক আহসান হাবিব দেশের সব কর অঞ্চলে মামলার অগ্রগতি পর্যবেক্ষণে টিম পাঠাচ্ছেন। একজন যুগ্ম পরিচালক নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো পরিদর্শন করবেন।

 

প্রথম পর্যবেক্ষণ শুরু হবে কর অঞ্চল-৬ থেকে, যা চলবে ২৯ ও ৩০ ডিসেম্বর। পরবর্তী পর্যবেক্ষণ কর অঞ্চল-১১-তে জানুয়ারি ১ ও ২ তারিখে। এভাবে জানুয়ারি ও ফেব্রুয়ারির মধ্যে পর্যবেক্ষণ কার্যক্রম শেষ হবে।


এনবিআরের সিআইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে কর ফাঁকির মামলা করা হয়েছে। আরও শতাধিক ব্যক্তির কর ফাঁকির তদন্ত চলছে। কাস্টমস গোয়েন্দা ও মূসক গোয়েন্দা বিভাগ এ সময় ৫৭টি শুল্ক ফাঁকির মামলা করেছে।

 

এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, “গত সাড়ে ১৫ বছরে বিচার বিভাগসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ওপর রাজনৈতিক প্রভাব পড়েছিল। এখন এসব প্রভাবমুক্ত হয়ে কাজ করার সুযোগ এসেছে। যাঁরা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাঁদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।”

 


সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে না পারলে তাদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে এনবিআর। এর পাশাপাশি, পর্যবেক্ষণের ফলাফল তাৎক্ষণিকভাবে এনবিআর চেয়ারম্যানকে জানানো হবে।

 

কর ফাঁকি এবং অর্থপাচার প্রতিরোধে এনবিআরের এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে জাতীয় রাজস্ব খাতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দেশের আর্থিক সুশাসন প্রতিষ্ঠা করা। এনবিআরের এই উদ্যোগ সুশাসনের পাশাপাশি উন্নয়ন খাতে অর্থের যোগান নিশ্চিত করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

কর ফাঁকি অনুসন্ধানে এবার মাঠে এনবিআরের গোয়েন্দা সেল