ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:৫৯:৫৬ পিএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৪ | ৪:৮ পিএম

অনলাইন সংস্করণ

কর ফাঁকি দিলে পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে: অর্থ উপদেষ্টা

১০ ডিসেম্বর, ২০২৪ | ৪:৮ পিএম

কর ফাঁকি দিলে পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে: অর্থ উপদেষ্টা

ছবি: সংগ্রহ

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ কর ও ভ্যাট প্রদানের গুরুত্ব তুলে ধরে বলেছেন, “কর ফাঁকি দিলে পরবর্তী প্রজন্ম সরকারি সেবা থেকে বঞ্চিত হবে।” তিনি ভ্যাট ও আয়কর প্রদানের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করার আহ্বান জানান। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনের মাল্টিপারপাস হলে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার তিনি এসব কথা বলেন।

 

অর্থ উপদেষ্টা বলেন, “ভ্যাট বা আয়কর দেওয়ার তাৎক্ষণিক সুবিধা না পেলেও পরোক্ষভাবে এর সুফল পাওয়া যাবে। ট্যাক্স না দিলে ভবিষ্যতে সেবায় ঘাটতি দেখা দেবে। শিল্প সুরক্ষা ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর নামে দেওয়া সুবিধাও ধীরে ধীরে কমে আসবে।”

 

অর্থ উপদেষ্টা করদাতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সবার আয়ের ওপর ভিত্তি করে কর নির্ধারণ করতে হবে। হজের ক্ষেত্রে ট্যাক্স কমানো হয়েছে, কিন্তু ভ্যাট না দিলে এই ধরনের সেবা দেওয়া কঠিন হয়ে যাবে। সরকারের দায়িত্ব সেবা নিশ্চিত করা, তবে এজন্য জনগণকে কর প্রদানে সচেতন হতে হবে।”

 

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান জানান, “ভ্যাটের হার কমানোর সুযোগ নেই, তবে আদায় বাড়ানোর সুযোগ রয়েছে। অনেক ব্যবসায়ী ভ্যাট আদায় করলেও যথাসময়ে তা জমা দেন না। অটোমেশন কার্যক্রমের মাধ্যমে এই সমস্যা সমাধানে কাজ চলছে, যাতে করদাতারা ঘরে বসেই কর প্রদান করতে পারেন।”

 

তিনি আরও বলেন, “ঋণ কমাতে এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর ঋণের চাপ হ্রাস করতে ভ্যাট-ট্যাক্স আদায় বাড়ানো জরুরি। দুর্নীতি দমনে ও রাষ্ট্র সংস্কারে জনগণের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

 

এফবিসিসিআইয়ের প্রতিনিধি হাফিজুর রহমান ভ্যাটের হার কমিয়ে ভ্যাট প্রদানকারীর সংখ্যা বাড়ানোর পরামর্শ দেন। তিনি বলেন, “ইপিজেডের মতো ব্যবসার শুরুতে অন্তত ১-২ বছরের কর অব্যাহতি দেওয়া যেতে পারে।”

 

অর্থ সচিব খায়েরুজ্জামান মজুমদার কর ছাড় ধাপে ধাপে প্রত্যাহারের প্রস্তাব দিয়ে বলেন, “রাজস্ব বাড়ানোর জন্য এই পদক্ষেপ প্রয়োজন। তবে একবারে নয়, ধীরে ধীরে কার্যকর করা হবে।”

 

অনুষ্ঠানে বক্তারা ভ্যাট ও কর আদায় বৃদ্ধির মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার ওপর জোর দেন। তারা বলেন, জনগণকে সেবার আওতায় আনতে সঠিক কর ব্যবস্থাপনা ও অটোমেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

 

এ উদ্যোগের মাধ্যমে সরকারি সেবা আরও সুষ্ঠুভাবে প্রান্তিক জনগণের কাছে পৌঁছানোর প্রত্যাশা ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

কর ফাঁকি দিলে পরবর্তী প্রজন্মকে ভুগতে হবে: অর্থ উপদেষ্টা