ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৩ জানুয়ারি, ২০২৫ | ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ
কর বাড়ানোর জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ
১৩ জানুয়ারি, ২০২৫ | ১১:৩০ এএম
![কর বাড়ানোর জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/13/20250113100133_original_webp.webp)
ছবি: সংগ্রহ
অর্থবছরের মাঝামাঝি সময়ে হঠাৎ কর বাড়ানোকে কেউ মেনে নিতে পারছে না। প্রচলিত নিয়মে কর বাড়ানো হয় মূলত নতুন অর্থবছরের বাজেটে। কিন্তু চলতি অর্থবছরের এই সময়ে কর বাড়ানো নিয়ে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ভোক্তারা বেশ উদ্বেগের মধ্যে পড়েছে। কর বাড়ানোর ফলে সংসার খরচ বেড়ে যাবে। শুধু তাই নয়, মূল্যস্ফীতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। কষ্ট পাবে সব শ্রেণির মানুষ।
শুল্ক কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার নিয়ে চারদিকে এখন দাবি উঠেছে। এই দাবির প্রতি সরকার কতটুকু সহানুভূতিশীল হয় তা এখন দেখার বিষয়। উন্নয়ন সহযোগী আইএফএফের চাপে কর বাড়ানো কোনো যুক্তি হতে পারে না বলে মন্তব্য করেছেন দেশের কয়েকজন অর্থনীতিবিদ।
কর বাড়ানোর দায়িত্ব নিয়ে যখন জাতীয় রাজস্ব বোর্ড অধ্যাদেশ জারি করতে যাচ্ছে, ঠিক তখনই রাজস্ব খাত সংস্কার কমিটি সুপারিশ করেছে, রাজস্বনীতি গ্রহণ আর রাজস্ব আদায়ে জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের জন্য সুপারিশ করতে যাচ্ছে। একই সঙ্গে আয়কর, ভ্যাট আর কাস্টমস-সংক্রান্ত নীতি গ্রহণের ক্ষমতা রাজস্বনীতি কমিশনের হাতে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
গত অক্টোবরে জাতীয় রাজস্ব বোর্ড সংস্কারের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট পরামর্শক কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। এই কমিটি ইতিমধ্যে তাদের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির সুপারিশে বলা হয়েছে, এনবিআর এখন থেকে আলাদা একটি বিভাগ হিসেবে কাজ করবে। এর প্রধান হবেন একজন সচিব পদমর্যাদার কর্মকর্তা। এনবিআর কাজ করবে মাঠ পর্যায় থেকে শুল্ক কর আদায় করা। আবার আয়কর থেকে শুরু করে ভ্যাট কাস্টমস বিষয়ে নীতি গ্রহণ করবে রাজস্ব নীতি কমিশনের কাছে। এখানেও সচিব পদমর্যাদা সম্পন্ন একজন কর্মকর্তা কাজ করবেন। তবে যিনি নিয়োগে পাবেন এ-সংক্রান্ত অভিজ্ঞতার আলোকে। জানা গেছে, সুপারিশে আরও উল্লেখ করা হয়েছে, অর্থ, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয়, এনবিআর, বড় ব্যবসায়ী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে একটি স্থায়ী উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। কমিশন যত ধরনের রাজস্ব-সংক্রান্ত নীতি গ্রহণ করবে তা স্থায়ী কমিটিতে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে অনুমোদন নেবে।
রাজস্ব-সংক্রান্ত যত মামলা আছে তা সবই শুল্ক-সংক্রান্ত ট্রাইব্যুনালগুলো চলে যাবে কমিশনের অধীনে। আর কর পরিবর্তন-সংক্রান্ত পরিবর্তন সব চলে যাবে কমিশনে। কমিশন আলাপ-আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে। এমনকি কমিশন অর্থবিল তৈরি করার ক্ষমতাপ্রাপ্ত হবে।
পাঁচ সদস্যের এই পরামর্শক কমিটির মধ্যে রয়েছেন-মোহাম্মদ আবদুল মজিদ, নাসিরউদ্দিন আহমেদ, মো. দেলোয়ার হোসেন, ফরিদউদ্দিন ও আমিনুর রহমান।
উল্লেখ্য, এরা সবাই জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা। পরামর্শক কমিটি এনবিআর সংস্কার-সংক্রান্ত সব বিষয়ে সরকারকে পরামর্শ দেবে। একই সঙ্গে রাজস্ব-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে।
![কর বাড়ানোর জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের সুপারিশ](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)