ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৬:১৫:১৬ পিএম

কাঁচামাল আমদানিতে দেরিতে পরিশােধের সময়সীমা বাড়ল

২১ জানুয়ারি, ২০২৫ | ১০:২২ এএম

কাঁচামাল আমদানিতে দেরিতে পরিশােধের সময়সীমা বাড়ল

ছবি: সংগ্রহ

বাংলাদেশ ব্যাংক শিল্প কাঁচামাল, কৃষি উপকরণ এবং সার আমদানির পরিশোধের সময়সীমা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিদেশি বিক্রেতাকে এসব পণ্যের এলসি (লেটার অব ক্রেডিট) খোলার শর্তে ৩৬০ দিন পর পরিশোধ করা যাবে। এই সুবিধাটি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।

 

 

গত ডিসেম্বরে এর আগে দেওয়া নীতিসহায়তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, তবে বাংলাদেশ ব্যাংক এখন এই সুবিধা আরও এক বছর বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত নির্দেশনা সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

 

 

সাধারণত, পণ্য খালাসের আগেই বিদেশি ক্রেতার পাওনা পরিশোধ করতে হয়। তবে কিছু ক্ষেত্রে ১৮০ দিন দেরিতে পরিশোধের শর্তে পণ্য আমদানি করা সম্ভব হয়। মূলধনি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে এই সময়সীমা ৩৬০ দিন পর্যন্ত ছিল। ২০২০ সালে করোনাভাইরাসের প্রভাব শুরুর পর নীতিসহায়তার আওতায় এসব পণ্য ৩৬০ দিন পর্যন্ত দেরিতে পরিশোধের শর্তে আমদানির সুযোগ দেওয়া হয়েছিল। পূর্বে, প্রতিবার ৬ মাস করে সময়সীমা বাড়ানো হলেও এবার তা এক বছর বাড়ানো হলো।

 

 

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানিয়েছেন, করোনাভাইরাসের প্রভাব এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ডলার সংকট এখনও পুরোপুরি কাটেনি। এ কারণে আগের অনেক দেনা এখনও বকেয়া রয়েছে, যার কারণে নীতিসহায়তার মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।

 

 

 

এই পদক্ষেপটি ব্যবসায়ীদের জন্য এক ধরনের আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে, বিশেষ করে যাদের আমদানি কার্যক্রমে দেরিতে পরিশোধের সুবিধা প্রয়োজন।

কাঁচামাল আমদানিতে দেরিতে পরিশােধের সময়সীমা বাড়ল