ঢাকা বুধবার, ২ জুলাই, ২০২৫ - ৬:১৩:৪২ এএম

কাঁচা বাজারে দাম বাড়ছে, গ্রাহকদের মাঝে চরম অস্থিরতা

১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ৫:৩ পিএম

কাঁচা বাজারে দাম বাড়ছে, গ্রাহকদের মাঝে চরম অস্থিরতা

ছবি: সংগ্রহ

মো সোহাগ : আজকের কাঁচা বাজারে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে। বাজারে পেঁয়াজ, টমেটো, মুরগি ও মাছের দাম যেন আকাশ ছুঁইছুঁই। সাপ্তাহিক বাজারে সকাল থেকেই পণ্যের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে আলাপ আলোচনা।

 

বেশ কিছু অঞ্চলে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে কাঁচামালগুলির। বিশেষত, পেঁয়াজের দাম আগের তুলনায় প্রায় ৫-১০ টাকা কেজিতে বেড়ে গিয়েছে। এছাড়া, মাছের দামও ১০-১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে, এবং ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০-২০ টাকা বেড়েছে। গ্রাহকদের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

 

এদিকে, ভোক্তাদের অভিযোগ, বাজারে এমন দাম বৃদ্ধির কারণে নিম্নআয়ের মানুষের জন্য আকাশছোঁয়া হয়ে উঠেছে পণ্য কিনতে। ১০০-২০০ টাকার বাজেট নিয়ে বাজার করতে আসা মানুষ এখন যেন তাদের প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে হিমশিম খাচ্ছেন।

 

ক্রেতারা বলছেন, এই মুহূর্তে সরকারী হস্তক্ষেপের মাধ্যমে দাম নিয়ন্ত্রণে আনা অত্যন্ত জরুরি। বিশেষ করে পেঁয়াজ, মাছ, ও শাকসবজি সহ অন্যান্য কাঁচামালের দামে রাশ টানা গেলে সবার জন্য বাজারটা সাশ্রয়ী ও উপযোগী হয়ে উঠবে।

 

রাজধানীর বাজারগুলোতে বিশেষ নজরদারি চালানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা, যাতে বাজারে লাগামহীন দাম বৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায়।

কাঁচা বাজারে দাম বাড়ছে, গ্রাহকদের মাঝে চরম অস্থিরতা