ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৭:৪৩:৫০ পিএম

কাঁচা মরিচের বাজারে আগুন

১৮ মে, ২০২৪ | ১:৪৮ পিএম

কাঁচা মরিচের বাজারে আগুন

রংপুরের পীরগাছায় কাঁচা মরিচের কেজি খুচরা বাজারে ১৫০-১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা দরে। শনিবার (১৮ মে) সকালে পীরগাছার পাইকারি ও খুচরা বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।

 

 

খুচরা বিক্রেতা বকুল মিয়া বলেন, গত দু’দিন আগেও ১২০-১৪০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি। আজ পাইকারি কিনতে হয়েছে ১৩৫-১৪০ টাকা দরে। কেনা বেশি পড়ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তবে মানুষ আগের চেয়ে কম পরিমাণে মরিচ কিনছে। শুকনো মরিচ বিক্রি হচ্ছে বেশি।

 

 

পাইকারি বিক্রেতা আল-আমিন বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত মরিচ স্থানীয় চাহিদা না মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন শহরে যাচ্ছে। ফলে স্থানীয় বাজারে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, মরিচের দাম আরও বাড়বে।

 

 

অনন্তরাম গ্রামের ক্রেতা মিনা বেগম বলেন, কাঁচা মরিচের দাম বেশি থাকায় আমি ৫০ গ্রাম শুকনো মরিচ কিনেছি। এটার দামও বেশি। বাজারে সবকিছুর দাম বেশি। আমরা গরীব মানুষ কীভাবে এত দামে কিনে খাবো?

 

 

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, এই উপজেলায় ৭০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। প্রচণ্ড খরা, তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে। গাছের ফুল ঝড়ে যাচ্ছে। গাছ মারা যাচ্ছে। এজন্য বাজারে তার প্রভাব পড়েছে। কৃষকদের প্রতি আমার পরামর্শ থাকবে তারা যেন মরিচের জমিতে সেচ দেয়। এই সময় সেচ দেওয়ার কোনো বিকল্প নেই।

কাঁচা মরিচের বাজারে আগুন