ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৪ | ৯:০ পিএম
অনলাইন সংস্করণ
কানাডায় প্রথমবারের মতো ক্লেড-১ মাঙ্কিপক্স শনাক্ত
২৩ নভেম্বর, ২০২৪ | ৯:০ পিএম
![কানাডায় প্রথমবারের মতো ক্লেড-১ মাঙ্কিপক্স শনাক্ত](https://i.vatbondhu.com/images/original-webp/2024/11/23/20241123152537_original_webp.webp)
ছবি: সংগ্রহ
উত্তর আমেরিকার দেশ কানাডায় প্রথমবারের মতো মাঙ্কিপক্সের ক্লেড-১ ধরন শনাক্ত হয়েছে। দেশটির পাবলিক হেলথ এজেন্সি (পিএইচএসি) বিষয়টি নিশ্চিত করেছে।
শুক্রবার পিএইচএসি জানায়, দেশটির ম্যানিটোবা প্রদেশে এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের ক্লেড-১ ধরন শনাক্ত হয়েছে।
কানাডার পাবলিক হেলথ এজেন্সি আরও জানিয়েছে, আক্রান্ত ব্যক্তি মধ্য ও পূর্ব আফ্রিকায় ভ্রমণ করেছিল। সেখান থেকেই ফিরেই তিনি কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে চিকিৎসা চান। এরপর সঙ্গে সঙ্গেই তাকে আইসোলেশনে রাখা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, পিএইচএসি ম্যানিটোবায় জনস্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি ২২ নভেম্বর প্রদেশকে অবহিত করেছে যে, শনাক্ত নমুনাটি মাঙ্কিপক্সের ক্লেড-১ বি ধরন।
যদিও ২০২২ সাল থেকেই কানাডায় মাঙ্কিপক্সের ক্লেড-২ ধরন ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। তবে দেশটিতে ক্লেড-১ শনাক্তের এটিই প্রথম ঘটনা।
![কানাডায় প্রথমবারের মতো ক্লেড-১ মাঙ্কিপক্স শনাক্ত](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)