ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৫:০৫:০৮ পিএম

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

২৫ এপ্রিল, ২০২৪ | ৯:৫২ এএম

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণে অন্য বছরের মতো এবারও মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বুধবার মধ্যরাত থেকে হ্রদে মৎস্য আহরণের ওপর নিষেধাজ্ঞা শুরু হয়।

 

এ সময়য়ে রাঙামাটির আট ও খাগড়াছড়ির দুই জেলা নিয়ে বিস্তীর্ণ কাপ্তাই হ্রদে মাছ শিকার করা যাবে না। চলতি বছরের ২৪ জুলাই পর্যন্ত আগামী ৩ মাস হ্রদে সব ধরনের মাছ ধরা, বাজারজাতকরণ এবং পরিবহনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ থাকবে।

 

গত ১৮ এপ্রিল জেলা প্রশাসনের কার্যালয়ে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে হ্রদে মৎস্য আহরণ, নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত বিষয় নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল। বন্ধকালীন হ্রদে মাছের উৎপাদন বৃদ্ধিকল্পে কার্পজাতীয় মাছ অবমুক্ত করা হবে।

কাপ্তাই হ্রদে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি