ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১০:০২:৩০ পিএম

কিউবাকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছেন জো বাইডেন

১৬ জানুয়ারি, ২০২৫ | ৭:০ পিএম

কিউবাকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছেন জো বাইডেন

ছবি: সংগ্রহ

সন্ত্রাসবাদে মদদদাতা দেশের তালিকা থেকে কিউবাকে বাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বিনিময়ে কিউবা ৫৫৩ জন বন্দিকে মুক্তি দেবে বলে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিদায় নেওয়ার আগে সবশেষ যে কাজগুলো করছেন, তার মধ্যেই রয়েছে কিউবাকে কালো তালিকা থেকে বাদ দেওয়ার এই পদক্ষেপ। কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের এ বিষয়ক চুক্তি হয়েছে ক্যাথলিক চার্চের উদ্যোগে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নেওয়ার মাত্র কয়েক দিন আগে এই চুক্তি হলো।

 

ট্রাম্প তার প্রেসিডেন্সির প্রথম মেয়াদে কিউবাকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদে মদদদাতা দেশের তালিকায় পুনর্বহাল করেছিলেন। তার আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে কিউবাকে এ তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এখন বাইডেন প্রশাসন কিউবাকে এ তালিকা থেকে বাদ দেওয়ার পর আবার ট্রাম্প ক্ষমতায় এসে তা পরিবর্তন করবেন কিনা সেটি স্পষ্ট নয়।

 

বাইডেন প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, কিউবাকে তালিকা থেকে থেকে সরানোর বিনিময়ে দেশটি ধীরে ধীরে ৫৫৩ জন বন্দিকে মুক্তি দেবে, যাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছিল। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বাইডেন কংগ্রেসকে কিউবা নিয়ে তার পরিকল্পনার কথা জানাবেন। পরিকল্পনায় ট্রাম্পের আমলে কিউবার অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথাও আছে। এমনকি কিউবায় বাজেয়াপ্ত হওয়া সম্পদের মালিকানা দাবি করার ক্ষমতাও বাইডেন স্থগিত করার পরিকল্পনা করেছেন বলে বিবৃতিতে জানানো হয়।

 

বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসবাদে মদদদাতা’ দেশের তালিকায় কিউবা ছাড়াও আছে উত্তর কোরিয়া, সিরিয়া ও ইরান। এখন কিউবাকে এ তালিকা থেকে বাদ দেওয়ার পদক্ষেপ কেবল বন্দিমুক্তির দ্বারই খুলবে না বরং এতে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথও প্রশস্ত হবে। দুই দেশের মধ্যে কন্টকাকীর্ণ নানা বিষয়ে সংলাপের পথ খুলবে।

 

কিউবা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি তাদের অর্থনৈতিক দুরবস্থা কমাতে সহায়তা করবে। কিউবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের কিউবাকে ‘সন্ত্রাসবাদের মদদদাতা’ দেশের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে নির্দিষ্ট কিছু সমস্যার সমাধান হবে।

 

বিবৃতিতে বলা হয়, এ সিদ্ধান্তের ফলে কিউবাকে পুনরায় অর্থনৈতিক সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতার সুযোগ মিলবে। যা দেশটির সংকটপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। বিশেষ করে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞার কারণে কিউবার জনগণের ওপর যে নেতিবাচক প্রভাব পড়েছিল, তা কিছুটা শিথিল হওয়ার বলে আশা আছে।

কিউবাকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিচ্ছেন জো বাইডেন