ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৪:৫৩:২৬ পিএম

কুরিয়ার ভ্যানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

১৫ অক্টোবর, ২০২৪ | ৪:১ পিএম

কুরিয়ার ভ্যানে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

ছবি: সংগ্রহ

লালমনিরহাট সদরে ‘সোয়া তিন কোটি টাকার’ ভারতীয় পণ্যসহ করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

 

রোববার রাত ১২টার দিকে সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা থেকে গাড়িটি জব্দ করা হয় বলে জানান লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ।

 

সোমবার ত্রক সংবাদ সম্মেলনে বিজিবি জানায়, রোববার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা থেকে করতোয়া কুরিয়ার সার্ভিসের কভার্ড ভ্যানে করে ভারতীয় কাপড়ের একটি বড় চালান ঢাকায় পাচারের খবর পায় বিজিবি।


কুরিয়ার সার্ভিসের সন্দেহভাজন একটি কভার্ড ভ্যানটিকে থামার জন্য সংকেত দেওয়া হলে, সেটি না দাঁড়িয়ে তিস্তা টোল প্লাজা অভিমুখে চলতে থাকে। পরে ধাওয়া দিয়ে টোল প্লাজায় কভার্ড ভ্যানটি আটক করা হয়।

 

পরে গাড়িটি তল্লাশি করে এক হাজার ৪৬৬ পিস ভারতীয় শাড়ি, এক হাজার ৪৭৯ পিস পাঞ্জাবি, এক হাজার পিস প্যান্ট জব্দ করা হয়; যার মূল্য তিন কোটি ১৭ লাখ ২৭ হাজার টাকা বলে জানায় বিজিবি।

 

বিজিবির মোফাজ্জল হোসেন জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জব্দ করা কভার্ড ভ্যানটি ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনে রয়েছে।