ঢাকা শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫ - ৯:২১:৩১ এএম

কৃষি ও খাদ্যনীতি প্রণয়নে ভূমিকা রেখে চলেছে সংস্থাটি

২১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:১ পিএম

কৃষি ও খাদ্যনীতি প্রণয়নে ভূমিকা রেখে চলেছে সংস্থাটি

ছবি: সংগ্রহ

আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট (আইএফপিআরআই) বাংলাদেশে খাদ্য সুরক্ষা ও কৃষিনীতিতে প্রমাণভিত্তিক নীতিমালা তৈরিতে কাজ করে আসছে। সংস্থাটির ৫০ বছর পূর্তিতে রাজধানীর এক হোটেলে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা দীর্ঘ সময়ে সংস্থাটির পথচলার গল্পকথা তুলে ধরেন। সংস্থাটি কীভাবে দেশের টেকসই উন্নয়নে, মাতৃত্বের বিকাশ ও কৃষি উন্নয়ন এবং নীতিগত সম্পৃক্ততাকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তা তুলে ধরা হয়।


আইএফপিআরআইয়ের কান্ট্রি প্রতিনিধি ডা. আখতার আহমেদ বলেন, ‘আমাদের গবেষণাগুলো সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে কাজে লাগে। নিজের শিশুর খাবারের পুষ্টিগুণ কীভাবে বজায় রাখবে সে সম্পর্কে ধারণা নেই অনেক নারীর। ফলে বাংলাদেশের অনেক শিশু পুষ্টিহীনতায় ভোগে। আমরা এটি নিয়ে কাজ করেছি। এর মাধ্যমে তাদের বুঝিয়েছি, শিশুরা পুষ্টিহীনতায় ভুগলে কী ধরনের সমস্যা হতে পারে। এছাড়া খাদ্য, কৃষি ও মাতৃস্বাস্থ্য নিয়ে বিভিন্ন গবেষণা করেছি। এসব গবেষণার ওপর ভিত্তি করে সরকারের বিভিন্ন নীতি প্রণয়নে আমরা ভূমিকা রেখেছি। আমাদের “‍‍ফুড ফর এডুকেশন” এতটাই ফলপ্রসূ হয়েছিল যে দক্ষিণ এশিয়ার অনেক দেশ তা অনুসরণ করেছে। আইএফপিআরআই প্রায় ৫০ বছর ধরে এ দেশে কার্যক্রম পরিচলনা করে আসছে।’


আইএফপিআরআইয়ের পোভার্টি, জেন্ডার ও ইনক্লুশন (পিজিআই) ইউনিটের পরিচালক ডা. ড্যানিয়েল গিলিগ্যান বলেন, ‘বর্তমানে বাংলাদেশর মূল সমস্যাগুলোর একটি হলো খাদ্যদ্রব্যের উচ্চমূল্য। আমাদের গবেষণার মূল লক্ষ্য, আমরা খাদ্য ও খাদ্যে অংশগ্রহণজনিত সমস্যা সমাধানের চেষ্টা করি।’

কৃষি ও খাদ্যনীতি প্রণয়নে ভূমিকা রেখে চলেছে সংস্থাটি