ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
"কোস্টারিকা: ভারতীয় অভিবাসীদের জন্য অস্থায়ী আশ্রয় দানের নতুন উদ্যোগ"
১৯ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২৭ পিএম

ছবি: সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্টে যেসব অবৈধ ভারত ও মধ্যেপ্রাচ্যের অভিবাসিদের ডিপট করেছে তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছে কোস্টারিকা। কোস্টারিকার পেসিডেন্ট ওফিএসও এই ঘোষণা দিয়েছেন।
কোস্টারিকার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার একটি যাত্রিবাহি বিমানের মধ্যে এশিয়ার মধ্যেপ্রাচ্য এবং ভারত সহ অনতত দুইশত জন অভিবাসি কোস্টারিকায় পৌছাবে। দেশটি তাদের স্বাগত জানালেও সেখান থেকে তারা রাখার পর তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।
অভিবাসিদের জন্য পানামা সিমান্তের কাছে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হবে। ইন্টারন্যাশনাল অপারেশনের পর মাইগ্রেশন এবং যুক্তরাস্ট্র এই প্রক্রিয়ার ব্যয় ভার বহন করবে।
তবে কখন তাদের নিজ দেশে পাঠানো হবে এই বিষয়ে এখন কোন স্পষ্ঠ তথ্য দেয়া হয়নি। তবে চুরান্ত গন্তব্যে প্রক্রিয়া কতটা সুগাহ হবে তা এখন অনিশ্চিত।
