ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:০৬:০৯ পিএম

ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানার তালিকা চেয়েছেন প্রধান উপদেষ্টা

আইসিসিবি প্রতিনিধিদের মতবিনিময়

২১ আগস্ট, ২০২৪ | ৮:৫৭ এএম

ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানার তালিকা চেয়েছেন প্রধান উপদেষ্টা

ছবি: সংগ্রহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়েছিল। এ সময় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কারখানায় হামলা, ভাংচুর ও আগুন দেয়া হয় বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষতিগ্রস্ত এসব শিল্প-কারখানার তালিকা চেয়েছেন।

 

 

গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব বিষয়ে আলোচনা হয়।

 

ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে। তবে আত্মবিশ্বাস আছে, গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। আমাদের কাজটি কঠিন, তবে অবশ্যই সম্ভব। জাতি হিসেবে আমরা যদি একত্রে বিপর্যয় কাটিয়ে উঠতে পারি, তাহলে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করতে পারব। অনুপ্রেরণার জন্য বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে এবং আমাদের সঙ্গে আরো বেশি ব্যবসা করতে চাইবে।’

 

 

জাতি হিসেবে ভালো কিছু অর্জন করতে ব্যবসায়ীদের বৃত্তের বাইরে চিন্তা করার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছে, তাদের একটা স্বপ্ন ছিল। এটা আমাদেরও স্বপ্ন—দেশটা ভালোভাবে চলবে। সেটা তারা পায়নি বলেই জেগে উঠেছে। বর্তমানে একটি কঠিন পরিস্থিতি যাচ্ছে, কিন্তু এটা একটা সুযোগ তৈরি করেছে। দেশ পুনর্গঠনের এ সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে হবে।’

 

 

সাক্ষাৎকালে আইসিসি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘গত ১৫ বছরে দেশে কী ঘটেছে, আমরা তার সাক্ষী। বেসরকারি খাত শতভাগ আপনার (ড. ইউনূস) সঙ্গে রয়েছে।’

 

 

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আইসিসির সহসভাপতি এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর তালিকা চেয়েছেন। এক মাসের মধ্যে উনাকে এ তালিকা দেয়া হবে। আইন-শৃঙ্খলা ব্যবস্থা যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার বিষয়ে তিনি নিশ্চয়তা দিয়েছেন।’

 

 

এ সময় বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বিদেশী ক্রেতারা দেশে আসতে অনিরাপদ বোধ করছেন। আমরা এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তিনি বলেছেন, বিদেশী ক্রেতাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে প্রয়োজনে তাদের সঙ্গে বসবেন, ডেকে এনে কথা বলবেন তিনি।

 

 

বিকেএমইএর এ নেতা বলেন, ‘আমরা একটি টাস্কফোর্স গঠনের জন্য বলেছি, যেন প্রতি মাসে একবার বসে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি।’ এছাড়া ড. ইউনূসের আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে দেশের রফতানি বাণিজ্য প্রসারের দাবি জানিয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত শিল্প-কারখানার তালিকা চেয়েছেন প্রধান উপদেষ্টা