ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ৮:২০:৩৫ এএম

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার : খাদ্য উপদেষ্টা

১১ ডিসেম্বর, ২০২৪ | ১১:৫৬ এএম

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার : খাদ্য উপদেষ্টা

ছবি: সংগ্রহ

দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “সবার আগে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”


খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বাংলাদেশে নিযুক্ত জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুচি তোমোহিদির নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে মতবিনিময় করেন। বৈঠকে খাদ্য সচিব মো. মাসুদুল হাসানসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

জাইকা তাদের সহায়তায় বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। খাদ্য উপদেষ্টা জাইকার ভূমিকা প্রশংসা করে বলেন, এসব প্রকল্প দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


খাদ্য উপদেষ্টার সঙ্গে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্স ইনস্টিটিউটের (আইএফপিআরআই) দক্ষিণ এশিয়ার পরিচালক শহীদুর রশীদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও সাক্ষাৎ করেছে। তারা বাংলাদেশে গত পঞ্চাশ বছরে আইএফপিআরআইয়ের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করে।

 

খাদ্য উপদেষ্টা তাদের গবেষণা কার্যক্রমের প্রশংসা করেন এবং বলেন, এই গবেষণাগুলো বাংলাদেশের মানুষের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে আইএফপিআরআইকে উৎসাহ প্রদান করেন তিনি।

 

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের মাধ্যমে দেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য সরবরাহের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নের পথ সুগম হচ্ছে।

 

এ ধরনের উদ্যোগ ও গবেষণা কার্যক্রম ভবিষ্যতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার : খাদ্য উপদেষ্টা