ঢাকা শনিবার, ৫ জুলাই, ২০২৫ - ৭:২৬:০৪ এএম

ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২৪ এএম

অনলাইন সংস্করণ

খেজুরের দাম কমেছে ৩০-৪০ শতাংশ

২৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:২৪ এএম

খেজুরের দাম কমেছে ৩০-৪০ শতাংশ

ছবি: সংগ্রহ

আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশে খেজুরের দাম উল্লেখযোগ্য হারে কমেছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রতি কেজি খেজুরের দাম বছরের ব্যবধানে ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে। এছাড়া সরকার শুল্কহার ১০ শতাংশ কমানোর ফলে বাজারে খেজুরের সরবরাহ বেড়েছে এবং দাম কমার প্রধান কারণ হিসেবে এটি ভূমিকা রেখেছে।

 

 

চট্টগ্রামের ফলমণ্ডী ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে দেখা গেছে, ইরাকি জায়েদি খেজুরের চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি নিম্নবিত্তদের কাছে বরই খেজুরও বেশ জনপ্রিয়। গত বছরের তুলনায় বিভিন্ন ধরনের খেজুরের দাম কমেছে।

 

 

 

নরম বরই খেজুর: ১২০-১৩০ টাকা (৩০-৪০ টাকা কম),জায়েদি খেজুর: ৩৫০-৩৭০ টাকা (১৫০-১৮০ টাকা কম), আজোয়া খেজুর: ৬০০-৮০০ টাকা (২০০-২৫০ টাকা কম), মেডজল খেজুর: ৯০০-৯৫০ টাকা (৩০০-৪৫০ টাকা কম), মাবরুম খেজুর: ১২০০ টাকা (৪০০ টাকা কম)।

 

 

পাইকারি বাজারে ১০ কেজি কার্টনের জায়েদি খেজুর ১৭০০-১৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বস্তার খেজুর ১২৫-১৩০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা ধারণা করছেন, রমজানের সময় খেজুরের দাম আরও কমতে পারে।

 

 


বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি মো. কামাল উদ্দিন জানিয়েছেন, ‘ডিউটি কমানোর কারণে ছোট ছোট আমদানিকারকরা এবার প্রচুর খেজুর আমদানি করেছে, ফলে বাজারে সরবরাহ অনেক বেশি।’

 

 

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘গত বছর বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে একচেটিয়া খেজুর বিক্রি করেছিল, যার ফলে দাম বেড়েছিল। এবার ছোট আমদানিকারকদের অংশগ্রহণ বেড়েছে, তাই দাম কমছে।’

 


দেশের বার্ষিক খেজুরের চাহিদা ৬০-৯০ হাজার টন, যার মধ্যে রমজান মাসেই ৪০ হাজার টন খেজুর প্রয়োজন হয়। চলতি বছরে রমজানকে সামনে রেখে ৪৮ দিনে ৩১,৬৪৩ টন খেজুর আমদানি হয়েছে, যা মোট চাহিদার ৭০ শতাংশ। পাইপলাইনে থাকা আরও ৩০ শতাংশ খেজুর আগামী ১০ দিনের মধ্যে বাজারে প্রবেশ করবে।

 

 

চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, গত রমজানে আগের ৬০ দিনে ৫৪,৩৫৩ টন খেজুর আমদানি হয়েছিল, যেখানে এবার আমদানি হয়েছে ৩৭,৫৭০ টন। তবে পাইপলাইনে আরও ১৮-২০ হাজার টন খেজুর থাকায় বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশা করা হচ্ছে।

 

 

ব্যবসায়ীদের মতে, এবার সরকারের মনিটরিং থাকায় রমজানের সময় খেজুরের দাম বাড়ার সম্ভাবনা নেই, বরং বাজারে সরবরাহ বাড়ায় দাম আরও কমতে পারে।

 

খেজুরের দাম কমেছে ৩০-৪০ শতাংশ