ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৫ | ১১:২ এএম
অনলাইন সংস্করণ
গত অর্থবছরে বিদেশি বিনিয়োগের ২৯% এসেছে ইপিজেডে
২৮ জানুয়ারি, ২০২৫ | ১১:২ এএম

ছবি: সংগ্রহ
গত ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) থেকে বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও রপ্তানিতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে, জানালেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্মকর্তারা।
একটি সংবাদ সম্মেলনে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান জানান, বৈশ্বিক এবং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে গত ছয় মাসে ইপিজেডগুলোতে বিদেশি বিনিয়োগের পরিমাণ প্রায় ২২ শতাংশ কমে গেছে। তবে তিনি উল্লেখ করেন, বিনিয়োগের পরিমাণ কমলেও ইপিজেডের রপ্তানি বেড়েছে ২২ শতাংশের বেশি। তিনি আশাবাদী যে, ভবিষ্যতে ইপিজেডে বিনিয়োগ আরও বাড়বে এবং সম্ভাব্য বিনিয়োগকারীরা ইতিবাচক সাড়া দিচ্ছেন।
গত অর্থবছরে বাংলাদেশের মোট ১৪৬ কোটি ৮২ লাখ ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এসেছে, যার মধ্যে ইপিজেডে এসেছে ৪২ কোটি ৪৩ লাখ ডলার। একই বছরে দেশের মোট রপ্তানি আয় ছিল প্রায় ৪ হাজার ৪৪৭ কোটি ডলার, যার মধ্যে বেপজা থেকে রপ্তানি হয়েছে ৭০৭ কোটি ডলারের পণ্য।
২০২৪ সালে নানা চ্যালেঞ্জের মাঝেও বেপজার সঙ্গে ২৮টি নতুন বিনিয়োগ চুক্তি হয়েছে, যার মধ্যে মোট প্রস্তাবিত বিনিয়োগ পরিমাণ ৫৬ কোটি ৮৫ লাখ ডলার। বর্তমানে বেপজার অধীনে মোট আটটি ইপিজেড ও একটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, উত্তরা, ঈশ্বরদী, কর্ণফুলী ও আদমজী ইপিজেড এবং চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল।
বেপজা কর্মকর্তারা জানান, ইপিজেডগুলোতে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ এসেছে, এবং চীন থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে।
বেপজার কর্মকর্তারা আশা করছেন, ভবিষ্যতে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হবে এবং শিল্পের মাধ্যমে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখা সম্ভব হবে। তারা আরও জানান, ইতিবাচক সাড়া দিচ্ছেন সম্ভাব্য বিনিয়োগকারীরা, যা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে একটি শক্তিশালী পজিটিভ সিগন্যাল প্রদান করছে।
এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর, সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
- ট্যাগ সমূহঃ
- গত অর্থবছরে
- বিদেশি
- বিনিয়োগের
- এসেছে
- ইপিজেডে
