ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ২:৫৭:৪৪ পিএম

গত ১৫ বছরে পুঁজিবাজারে জালিয়াতির খতিয়ান প্রকাশ করা দরকার

৯ জানুয়ারি, ২০২৫ | ৩:২০ পিএম

গত ১৫ বছরে পুঁজিবাজারে জালিয়াতির খতিয়ান প্রকাশ করা দরকার

ছবি: সংগ্রহ

পুঁজিবাজারের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম বলেছেন, গত ১৫ বছরে পুঁজিবাজারে কী পরিমাণ জালিয়াতি হয়েছে, তা নিয়ে একটি খতিয়ান প্রকাশ করা উচিত। তিনি দাবি করেছেন, এসব অনিয়মের খতিয়ান প্রকাশের মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে এবং এতে সবাই সতর্ক থাকবে।

 

 

আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) আয়োজিত পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও করণীয় বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

 

সাইফুল ইসলাম বলেন, "গত ১৫ বছরে পুঁজিবাজারের বিভিন্ন সেক্টরে অনেক জালিয়াতি ও অনিয়ম হয়েছে। কিন্তু এগুলো নিয়ে এখন পর্যন্ত সঠিক তথ্য বা কোনো খতিয়ান প্রকাশ করা হয়নি। আমাদের জানা অধিকার রয়েছে, কতটা অনিয়ম ও জালিয়াতি হয়েছে, তা জানলে সবাই সতর্ক থাকবে।"

 

 

তিনি আরও বলেন, "আমরা বিচার চাই না, তবে পুঁজিবাজারে কী কী অনিয়ম হয়েছে, সেটা জানার অধিকার আমাদের রয়েছে। এর মাধ্যমে আমরা জানব কীভাবে পুঁজিবাজারে সুষ্ঠু ব্যবসা নিশ্চিত করা যাবে।"

 

বাজেট সংক্রান্ত আলোচনা-এর বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আগামী বাজেটের আগে ট্যাক্স অথরিটি তাদের সাথে বসে আলোচনা করবেন এবং ট্যাক্স সুবিধা পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। তিনি বলেন, "আমরা আশা করি, আলোচনার মাধ্যমে আমাদের জন্য কিছু ট্যাক্স সুবিধা নিশ্চিত করা হবে, যা পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে কার্যকর ভূমিকা রাখবে।"

 

 

এসময়, পুঁজিবাজারের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করা হয় এবং বাজারে আরও স্বচ্ছতা, নিরাপত্তা ও নির্ভরযোগ্যতা তৈরির গুরুত্ব তুলে ধরা হয়।

গত ১৫ বছরে পুঁজিবাজারে জালিয়াতির খতিয়ান প্রকাশ করা দরকার