ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:০৭:১২ এএম

গম আমদানি নিষিদ্ধ করেছে তুরস্ক

১৩ জুন, ২০২৪ | ১১:০ পিএম

গম আমদানি নিষিদ্ধ করেছে তুরস্ক

দেশে গম আমদানিতে সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্কের কৃষি মন্ত্রণালয়। ফসল কাটার মৌসুমে দাম কমে যাওয়া এবং অন্যান্য নেতিবাচক প্রভাব থেকে কৃষককে বাঁচাতে এ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় দেশটিতে ২১ জুন থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত গম আমদানি বন্ধ থাকবে।

 

বিশ্বের শীর্ষ গম আমদানিকারক দেশগুলোর একটি তুরস্ক। তাই দেশটির এমন পদক্ষেপ বিশ্ববাজারে গমের দামে প্রভাব ফেলবে। আর এ প্রভাব সবচেয়ে বেশি হবে তুরস্কে শীর্ষ গম সরবরাহকারী রাশিয়ার ওপর। এমনকি গত সপ্তাহের দেয়া নিষেধাজ্ঞার পর পরই শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য আগের তুলনায় ৭ দশমিক ৫ শতাংশ কমে গিয়েছিল।


তুরস্ক বিশ্বের বৃহত্তম আটা রফতানিকারক। দেশটিতে ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে আটা রফতানি নিষিদ্ধ ছিল। সম্প্রতি পদক্ষেপে এ নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

 

এদিকে সিবিওটিতে গতকাল প্রতি বুশেল গমের দাম আগের দিনের তুলনায় দশমিক ২ শতাংশ বেড়েছে। এতে বুশেলপ্রতি মূল্য স্থির দাঁড়িয়েছে ৬ ডলার শূন্য ৮ সেন্টে।

গম আমদানি নিষিদ্ধ করেছে তুরস্ক