ঢাকা বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫ - ১১:৫৫:৩২ এএম

গাজায় ত্রাণ সরবরাহ অব্যাহত

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:৩০ পিএম

গাজায় ত্রাণ সরবরাহ অব্যাহত

ছবি: সংগ্রহ

ইসরায়েলি নিষেধাজ্ঞা ও কর্মীদের প্রতি বৈরী আচরণ সত্ত্বেও গাজায় মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর: রয়টার্স। জেনেভায় এক সংবাদ সম্মেলনে ইউএনআরডব্লিউএ-র যোগাযোগ বিভাগের পরিচালক জুলিয়েট টৌমা বলেছেন, আমরা সেবা প্রদান চালিয়ে যাচ্ছি। ইউএনআরডব্লিউএ এখনও গাজায় আন্তর্জাতিক মানবিক সহায়তার প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে। আমাদের কর্মীরা এখনও গাজায় রয়েছেন এবং খাদ্য ও জরুরি সামগ্রী বহনকারী ট্রাক নিয়ে যেতে পারছি।

 

গত অক্টোবরে গৃহীত ইসরায়েলি সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ জানুয়ারি থেকে ইসরায়েলি ভূখণ্ড থেকে ইউএনআরডব্লিউএ-র কার্যক্রম পরিচালনা নিষিদ্ধ করা হয়েছে এবং সংস্থাটির সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষের যোগাযোগও বন্ধ রয়েছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকে ইসরায়েলি পদক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। মানবিক সহায়তা সংস্থাগুলো বলছে, এ নিষেধাজ্ঞার ফলে গাজায় ত্রাণ প্রবাহে বড় ধরনের প্রভাব পড়বে, কারণ ত্রাণ ও কর্মীদের ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশের জন্য ইসরায়েলি অঞ্চল ব্যবহার করতে হয়।
টৌমা সতর্ক করে বলেন, ইউএনআরডব্লিউএ-র কার্যক্রম ব্যাহত হলে ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি হুমকিতে পড়বে।
উল্লেখ্য, অধিকৃত পূর্ব জেরুজালেমে বসবাসকারী হাজারো ফিলিস্তিনি শরণার্থী ইউএনআরডব্লিউএ-র মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য পরিষেবা পেয়ে থাকেন।

 

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দুই ইসরায়েলি জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে। তৃতীয়জনকে অন্য একটি স্থানে হস্তান্তর করা হয়েছে। গতকাল শনিবার টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ছবিতে দেখা গেছে, দক্ষিণ গাজা শহর খান ইউনিসে দুই পুরুষ জিম্মি অফের ক্যালদেরন ও ইয়ারদেন বিবাসকে রেডক্রস কর্মকর্তার হাতে তুলে দেয়া হয়েছে। মার্কিন-ইসরায়েলি দ্বৈত নাগরিক কিথ সিগেলকে আরেকটি স্থানে হস্তান্তর করা হয়। তিন জিম্মির সবাই পুরুষ। এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলও তার দেশের কারাগারে বন্দী আরও কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেবে। এটি ফিলিস্তিনি বন্দিদের মুক্তির বিনিময়ে জিম্মি বিনিময়ের সর্বশেষ ধাপ।

গাজায় ত্রাণ সরবরাহ অব্যাহত