ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২৪ জানুয়ারি, ২০২৫ | ৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ
গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে গুগল
২৪ জানুয়ারি, ২০২৫ | ৯:৩০ পিএম
![গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে গুগল](https://i.vatbondhu.com/images/original-webp/2025/01/24/20250124105304_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গাজা যুদ্ধের শুরুর সপ্তাহ থেকেই ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে গুগল। বিশেষ করে গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা সেবা দিয়ে ইসরায়েলকে সহায়তা করেছে।
গত মঙ্গলবার প্রকাশিত ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পরপরই তেল আবিবকে এআই টুল সরবরাহে সরাসরি জড়িত হন গুগলের কর্মীরা।
অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট জানায়, যুদ্ধের কয়েক সপ্তাহ পর গুগল ক্লাউড বিভাগের এক কর্মী আইডিএফের অনুরোধে এআই প্রযুক্তিতে প্রবেশাধিকার বাড়িয়ে দেন। যদিও প্রকাশ্যে মার্কিন প্রতিষ্ঠানটি ইসরায়েলের তাণ্ডব নিজেকে দূরে রাখার প্রচেষ্টা চালায়।
২০২১ সালে ইসরায়েলি সরকারের সঙ্গে গুগল ও অ্যামাজনের ১২০ কোটি ডলারের ক্লাউড কম্পিউটিং চুক্তি হয়। এর বিরুদ্ধে প্রতিবাদ করায় ৫০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করে গুগল।
চুক্তির অংশ হিসাবে সংস্থাগুলো ইসরায়েলে ডেটা সেন্টার তৈরি করেছে এবং বিভিন্ন সরকারি বিভাগে ক্লাউড সফ্টওয়্যার এবং স্টোরেজ পরিষেবা সরবরাহ করতে থাকে।
বিক্ষোভের পেছনে থাকা অ্যাক্টিভিস্টরা দাবি করেছেন, ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা সংস্থাগুলো নিয়মিতভাবে গাজায় মানবাধিকার লঙ্ঘন করছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটি ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষতি করতে অবদান রাখতে পারে, আমাদের কাজগুলোকে কীভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা শুধু সে সম্পর্কে স্বচ্ছতা দাবি করেছে।
ওয়াশিংটন পোস্টের মতে, ইসরায়েলি সামরিক বাহিনী কয়েক বছর ধরে নজরদারি চিত্রাবলী এবং সম্ভাব্য লক্ষ্যবস্তু সনাক্তকরণের দিকে মনোনিবেশ করে নিজেদের এআই সক্ষমতা বাড়াচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আইডিএফ কর্মকর্তার বরাত দিয়ে গত বছর ওয়াশিংটন পোস্ট জানায়, ক্লাউড প্রযুক্তি ও অন্যান্য কম্পিউটিং ব্যবস্থায় ইসরায়েলি সামরিক বাহিনী উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে।
![গাজা যুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে কাজ করেছে গুগল](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)