ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ:
২২ সেপ্টেম্বর, ২০২৪ | ১২:৩৮ পিএম
![গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ:](https://i.vatbondhu.com/images/original-webp/2024/09/22/20240922123254_original_webp.webp)
ছবি: সংগ্রহ
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কারখানার শ্রমিকরা।
রবিবার সকালে তারা বিক্ষোভ শুরু করেন। জানা যায়, বিভিন্ন সময় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকার পলমল গ্রুপের মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা হাজিরা বোনাস বৃদ্ধি দাবি জানিয়ে আসছিল। আজ সকালে তারা কারখানায় এসে কাজে যোগ না দিয়ে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে বাঘের বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী ও ময়মনসিংহগামী উভয় লেন অবরোধ করে রাখে।
এতে মহাসড়কের ওই অংশ ব্যাপক যানজটের তৈরি তৈরি হয়। দুর্ভোগে পড়েন ওই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্য ও শিল্প পুলিশ কাজ করছে।
শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক বলেন, দুটি কারখানার শ্রমিকরা আন্দোলন করছে। এর মধ্যে হাজিরা বোনাস বৃদ্ধির দাবি জানিয়ে মন্ডল ইন্টিমিটস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রেখেছে। আমরা দুটি কারখানার কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। আশা করি খুব শিগগিরই সমস্যা সমাধান হবে।
![গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ:](https://i.vatbondhu.com/images/original/2024/04/22/20240422145104_original.png)