ভ্যাট বন্ধু নিউজ প্রতিবেদক
২২ নভেম্বর, ২০২৪ | ৫:০ পিএম
অনলাইন সংস্করণ
এ সম্পর্কিত আরো খবর
গুগল থেকে ক্রোম ব্রাউজার আলাদা করতে আদালতে প্রস্তাব যুক্তরাষ্ট্রের
২২ নভেম্বর, ২০২৪ | ৫:০ পিএম

ছবি: সংগ্রহ
অনলাইন সার্চ মার্কেটে অ্যালফাবেট ইনকরপোরেটেড মালিকানাধীন টেক জায়ান্ট গুগল অবৈধভাবে একচেটিয়া আধিপত্য তৈরি করেছে বলে অ্যান্টিট্রাস্ট মামলায় রায় দেন যুক্তরাষ্ট্রের এক জেলা জজ। গত ৫ আগস্টের ওই রায়ের পর গুগলকে ভেঙে দিতে ফেডারেল আদালতের এক বিচারককে অনুরোধ করার কথা বিবেচনা করে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)। মার্কিন সরকার গুগলকে আংশিকভাবে ভেঙে দেয়ার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। গুগলকে যেন ক্রোম ওয়েব ব্রাউজার বিক্রি করতে বাধ্য করানো হয়, সে বিষয়ে ফেডারেল বিচারকের কাছে আবেদন করা হয়েছে।
বুধবার মার্কিন বিচার বিভাগ ও বেশ কয়েকটি রাজ্যের পক্ষ থেকে প্রস্তাবটি করা হয়। এর ফলে গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনো টেক জায়ান্ট সবচেয়ে বড় অ্যান্টিট্রাস্ট মামলার রায়ের মুখোমুখি হতে যাচ্ছে। শুধু সার্চ মার্কেটে একচেটিয়া আধিপত্যের জন্য নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে ক্রমবর্ধমান প্রচেষ্টার কারণেও কোম্পানি ভেঙে দেয়ার রায়ের মুখোমুখি হতে পারে গুগল।
যদি প্রস্তাবটি অনুমোদিত হয় তাহলে লাখ লাখ আমেরিকানের সার্চ ইঞ্জিন ব্যবহারের পদ্ধতিতে পরিবর্তন আসতে পারে এবং গুগলের প্রধান পণ্য ও পরিষেবাগুলোর একসঙ্গে কাজ করার পদ্ধতিতেও প্রভাব ফেলতে পারে। গুগল বলেছে যে তারা সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করবে। তবে এ বিষয় সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি কোম্পানিটি।
আইফোন, অ্যান্ড্রয়েড ডিভাইসসহ ক্রোম ব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল নির্ধারিত করার মাধ্যমে অন্যান্য ছোট সার্চ ইঞ্জিনের জন্য প্রতিযোগিতাবিরোধী হচ্ছে কিনা সে বিষয়েই এই অ্যান্টিট্রাস্ট মামলা। চলতি সপ্তাহে আদালতে দাখিল করা নথিতে অ্যান্টিট্রাস্ট কর্মকর্তারা বলেন, বিশ্বব্যাপী কোটি কোটি ডিভাইসে ব্যবহৃত ক্রোম ব্রাউজার আলাদা করা হলে গুগলকে অবৈধ একচেটিয়া ব্যবসা থেকে বিরত রাখা সম্ভব হবে।
সরকারি আইনজীবীরা উল্লেখ করেন, ‘গুগলের কর্মকাণ্ডের কারণে বাজারে প্রতিযোগিতা ন্যায্য হচ্ছে না এবং গুগলের সাফল্য অবৈধভাবে অর্জিত অন্যায্য সুবিধার ফল। প্রতিকারের মাধ্যমে অবশ্যই এ ফাঁকগুলো বন্ধ করতে হবে এবং গুগল যেন সুবিধা নিতে না পারে সে ব্যবস্থা করতে হবে।’ তারা আরো যুক্তি উপস্থাপন করেন, অনেক বছর ধরে অ্যাপল, স্যামসাংসহ অন্যান্য কোম্পানির সঙ্গে ডিফল্ট সার্চ ইঞ্জিন গুগল করতে যেসব চুক্তি রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। গত আগস্টে জেলা জজ অমিত মেহতা এক রায়ে বলেন, এ ধরনের চুক্তি ফেডারেল আইন লঙ্ঘন করে গুগলের আধিপত্য পাকাপোক্ত করতে সহায়তা করেছে।
